ক্রীড়া প্রতিবেদক :

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হিসেবে ঈদের পর বাংলাদেশ সফরে আসছে র‌্যাঙ্কিংয়ে ৭ নম্বরে থাকা শ্রীলঙ্কা টেস্ট দল। চট্টগ্রাম আর মিরপুরের উইকেটে দুইটি টেস্ট খেলবে অতিথি দল। এ উপলক্ষ্যে আজ লঙ্কান ক্রিকেট বোর্ড নিজেদের টেস্ট দলের নাম ঘোষনা দিয়েছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আরো কিছুটা সময় নিয়েই টেস্ট ঘোষনা করবে।

কারণ এই ঘোষণার সঙ্গে বিশ্বসেরা অলরাউনন্ডার সাবিক আল হাসানের নাম জড়িত। সাকিব ঘরের মাঠে খেলবেন কিনা এটা শেষ পর্যন্ত না জেনে বিসিবি নির্বাচকরা দল ঘোষণা দেবে না এটাই স্বাভাবিক। আর তাছাড়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অনুমতি ছাড়া কোন দল ঘোষণার কোন সুযোগই নেই।

বিসিবি একটি সূত্র থেকে জানা গেছে, সাকিবকে ঘরের মাঠে টেস্ট খেলার জন্য বিসিবি সভাপতি নিজেই কথা বলছেন। এছাড়া শেষ হয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকা সফরে  টেস্ট সিরিজে পারফমেন্সও আর চট্টগ্রামের স্পিন উইকেটের কথাও বিবেচনায় রাখছে বিসিবির নির্বাচকরা।

তবে মোটামুটি ভাবে দুই-একটা নাম ছাড়া ১৪ সদস্যের দলের প্রায় সবই আগের মতোই থাকছে বলে বিসিবির অন্দর মহল থেকে জানা গেছে।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিচে বাংলাদেশের সম্ভাব্য টেষ্ট দল এমনটা হতে পারে-

১. তামিম ইকবাল, ২.মাহমুদুল হাসান জয়, ৩,  নাজমুল হাসান শান্ত, ৪. মুশফিকুর রহিম, ৫. সাকিব আল হাসান, ৬. মমিনুল হক (অধিনায়ক), ৭. মাহমুদুল্লাহ রিয়াদ, ৮. মেহেদী হাসান মিরাজ, ৯. ইয়াসির আলী, ১০. তাইজুল ইসলাম, ১১. খালেদ আহমেদ, ১২. এবাদত হোসেন, ১৩, সাদমান ইসলাম, ১৪. তাসকিন আহমেদ।