ক্রীড়া প্রতিবেদক :
তুরস্কের আন্তালিয়ায় ১৮ হতে ২৪ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিতব্য ‘আরচ্যারী ওয়ার্ল্ড কাপ ২০২২, স্টেজ-১’ এ অংশগ্রহণের লক্ষ্যে ১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আরচ্যারী দল (ম্যানেজার ১জন, প্রশিক্ষক ২জন এবং আরচ্যার ৮জন) দেশত্যাগ করেছে।
শনিবার রাত ১১টায় তার্কিস এয়ারলাইন্স যোগে ঢাকা থেকে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশ্যে রওয়ানা হবে। ‘আরচ্যারী ওয়ার্ল্ড কাপ ২০২২, স্টেজ-১’ এ অংশগ্রহণের যাবতীয় ব্যয় সিটি গ্রুপ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বহন করবে। উপরোক্ত ওয়ার্ল্ড কাপে বিশ্বের ৪৭টি দেশ থেকে ১৯৭জন পুরুষ ও ১৪৩জন মহিলা আরচ্যার অংশগ্রহণ করবেন।
১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আরচ্যারী দলের নামের তালিকা:
দলীয় কর্মকর্তাবৃন্দ: (১) মাহবুব মোরশেদুল আলম-টিম ম্যানেজার, (২) মার্টিন ফ্রেডারিক-প্রধান প্রশিক্ষক, (৩) মোহাম্মদ জিয়াউল হক-প্রশিক্ষক।
রিকার্ভ পুরুষ: (৪) মো: রোমান সানা, (৫) মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, (৬) মো: সাগর ইসলাম।
রিকার্ভ মহিলা: (৭) দিয়া সিদ্দিকী, (৮) নাসরিন আক্তার, (৯) ফামিদা সুলতানা নিশা।
কম্পাউন্ড পুরুষ: (১০) নেওয়াজ আহমেদ রাকিব ও (১১) মোহাম্মদ আশিকুজ্জামান।
১৯ এপ্রিল স্থানীয় সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় বিকেল ৫টায়) কম্পাউন্ড ডিভিশনে কোয়ালিফিশন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে এবং ২০ এপ্রিল দুপুর ২টায় (বাংলাদেশ সময় বিকেল ৫টায়) রিকার্ভ ডিভিশনের কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। তুরস্কের সাথে বাংলাদেশের সময়ের ব্যবধান ৩ ঘন্টা।