ক্রীড়া প্রতিবেদক :
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ও ম্যানহা’স ক্যাসেলের আয়োজনে ওয়ালটন অনুর্ধ্ব-২০০০ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডের খেলা শেষে সোনালী ব্রাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবের মোঃ শরীয়তউল্লাহ ও সারোয়ার হোসেন উল্লাস পূর্ণ চার পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন।
সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে ৪ জন খেলোয়াড় মিলিতভাবে দ্বিতীয় স্থখানে রয়েছেন। এরা হলেনঃ মোঃ আরিফুল আমিন, শেখ রাশেদুল হাসান, আনিস শিকদার ও মোঃ সাজিদুল হক। তিন পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন ১৭ জন খেলোয়াড়।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর সিনিয়র নির্বাহী পরিচালক ও গেমস এন্ড ওয়েলফেয়ার বিভাগে প্রধান এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু ও আন্তর্জাতিক দাবা বিচারক মোঃ হারুন অর রশিদ। ম্যানহা’স ক্যাসেলের সভাপতি লোকমান হোসন মোল্লা লাভলু এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ম্যানহা’স ক্যাসেলের সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী। ২০০০ এর নীচে এবং রেটিংবিহীন মোট ৮৪ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশ নিচ্ছে। প্রথম রাইন্ডের খেলায় ৪১ জন খেলোয়াড় স্ব-স্ব খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেন। এরা হলেনঃ মোঃ জাহিদ চৌধুরী, আব্দুল মোমিন, ফিরোজ আহমেদ, যদুনাথ বিশ^াস, মনিরুজ্জামান মনি, এম এম জাহিরুল ইসলাম, ইয়াসিন আরাফাত, নূরুল ইসলাম ইমন, মোঃ নাসিম হোসেন ভূঁইয়া, তাহমিদুল হক, দীন মোহাম্মদ, মোঃ আব্দুর রউফ, রেজাউল ইসলাম বাবু, মোঃ শাহজাহান, মোঃ অনিকুজ্জামান অনু, কাজী মশিকুর রহমান ও ওসমান গনি। আজ (শনিবার) সকাল হতে ঢাকার গ্রিন রোডস্থ আর এইচ হোম সেন্টারের ম্যানহা’স ক্যাসেলের হল-রুমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।
তৃতীয় রাউন্ডের খেলায়ঃ শরীয়ত তাহমিদকে, আরিফ দীনকে, ফিরোজ মাসুদকে, ইমন জাহিদুলকে, রাশেদ বাপ্পীকে, উল্লাস ডাঃ রতনকে, যদুনাথ মুশিককে, আহাদ রেজোয়ানকে, মিন জুয়েলকে, আনিস টুটুলকে, বাবলু শহীদুল আমিনকে, মোমিন মনিরকে, নাসিম ফারুককে, ওসামন আতাউরকে, নাসির জয়নালকে, রশিদ আসিফকে, তানভীর জাহিদুজ্জামানকে,রউফ আজাদকে, বাবু মিলনকে, মহিউদিআদন শহীদুলকে, অনু আলীকে, শাহিনুর সিয়ামকে, দুলাল আজিজকে, শামসুল নীলাভাকে, হাসান তানভীরকে ও চৌধুরী খালিদাকে পরাজিত করেন।
চতুর্থ রাউন্ডের খেলায় শরীয়ত ইমনকে, উল্লাস ফিরোজকে, আনিস রিপনকে, সাজিদ আহাদকে, জাহিদ দুলালকে, মোমিন শামসুলকে, নাসিম ডাঃ রতনকে, ওসমান নাসিরকে, তাহমিদ রশিদকে, দীন অভিজিৎকে, রউফ হাসানকে, বাবু বাবলুকে, শাহজাহান জাহিদুলকে, অনু চৌধুরীকে ও মোশিক শাহিনুরকে পরাজিত করেন। আরিফ রাশেদের সাথে, মনি জহিরের সাথে, যদুনাথ ইয়াসিনের সাথে, তানভীর মাসুদের ও বাপ্পী মইনুদ্দিনের সাথে ড্র করেন। পঞ্চম রাউন্ডের খেলা বিকালে অনুষ্ঠিত হয় এবং এ বিজ্ঞপ্তি লেখা পর্যন্ত খেলা গুলো চলছিল। ষষ্ঠ রাউন্ডের খেলা আগামীকাল (রোববার) সকাল ৯-৩০ (সাড়ে) টা হতে একই স্থানে শুরু হবে। ষষ্ঠ রাউন্ডের পর সপ্তম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। খেলা শেষে বিকাল ৪-০০ টায় একই স্থানে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।