ক্রীড়া ডেস্ক :
দীর্ঘদিন হয়ে গেল তাঁর ব্যাটে সেঞ্চুরি নেই। ফর্মের তেজ কমার সঙ্গে সঙ্গে বাড়ছে সমালোচনার ঝাঁঝ। অনেকেই বলছেন, ক্যারিয়ারের সেরা সময় পিছনে ফেলে এসেছেন বিরাট কোহলি। তবে এমন ধারণাকে একেবারেই প্রশয় দিচ্ছেন না শেন ওয়াটসন। তাঁর সাফ বক্তব্য, কোহলি এখনও বিশ্বের প্রথম সারির ব্যাটসম্যানদের অন্যতম। শুধু তাই নয়, সমসাময়িকদের মধ্যে তাঁকেই সবার উপরে রাখছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা। তিনি ঘোষনা দিলেন, ‘এই মুহূর্তে বিরাট কোহেলিই বিশ্বসেরা ব্যাটসম্যান’।
আন্তর্জাতিক ক্রিকেটে এই মুহূর্তে পাঁচ সেরা ব্যাটসম্যানের মধ্যে সেরা কে, তা নিয়ে বিতর্কের শেষ নেই। অনেকের মতোই ওয়াটসনের পছন্দের তালিকায়ও রয়েছেন বিরাট কোহলি, স্টিভ স্মিথ, জো রুট, কেন উইলিয়ামসন ও বাবর আজম। তবে এক নম্বর আসনটা ভারতীয় তারকার জন্যই বরাদ্দ করেছেন তিনি।
দুই বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির সেঞ্চুরি না পাওয়াকে গুরুত্ব দিতে নারাজ ওয়াটসন। তাঁর যুক্তি, টেস্টে ইতিমধ্যে ‘ভিকে’ যা কিছু অর্জন করেছেন, সেটা বাকিদের চেয়ে ঢের বেশি। আইসিসি’র রিভিউ শো’তে ইশা গুহর সঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন অজি তারকা জানান, ‘বর্তমান প্রজন্মের সেরা পাঁচজন ব্যাটসম্যান কোহলি, স্মিথ, রুট, উইলিয়ামসন ও বাবর। প্রত্যেকেই জিনিয়াস। তবে চুলচেরা বিশ্লেষণে আমি এগিয়ে রাখব বিরাটকেই।
ও এককথায় অতিমানব। ব্যাট হাতে যখন বাইশ গজে যায়, তখন ওর মধ্যে সাফল্যের তীব্র চাহিদা মাথাচাড়া দিয়ে ওঠে। আর সেই কারণেই পারে লক্ষ্যে পৌঁছতে।’ ওয়াটসন তাঁর পছন্দের তালিকায় দুই নম্বরে রেখেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও তিন নম্বরে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে। আর চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে স্টিভ স্মিথ ও জো রুট।