আন্তর্জাতিক ডেস্ক:
অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে কি শেষে ‘এলিয়েন’ ভেসে এল? মানুষের মতো ঠোঁটওয়ালা ওই অদ্ভুতদর্শন প্রাণী দেখে তাজ্জব সৈকতে ঘুরতে আসা পর্যটকরা।
সিডনির বন্ডি সৈকতে ভেসে এসেছে প্রাণীটি। জগিং করতে আসা ড্রিউ ল্যাম্বার্ট প্রথম দেখতে পান। সবার দৃষ্টি আকর্ষণ করলে কেউই প্রাণীটিকে চিনতে পারেনি। স্বভাবতই এ নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়। একটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছেন ল্যাম্বার্ট, রাতারাতি ভাইরাল হয়েছে তা।
অনেকের ধারণা এটি একটি বোন শার্ক (এক ধরনের হাঙর), চামড়া এবং নীচের দিকে সরু হয়ে যাওয়া দেহ দেখে একথা বলছেন। প্রাণীটির দৈর্ঘ্য আধ মিটারের বেশি নয়। সবথেকে বেশি কৌতূহলের উদ্রেক করেছে হুবহু মানুষের মতো ঠোঁট সেই সঙ্গে হাঙরের মতো চামড়া। এক সংবাদমাধ্যমে ল্যাম্বার্ট বলেছেন, ‘আমি এই বন্ডি শহরে ২০ বছর ধরে আছি। এরকম কিছু কোনওদিনও দেখিনি।’ প্রাণীটি আসলে কী তা নিয়ে তিনি ধাঁধায় পড়ে যান। কিছু বৈশিষ্ট্য যেমন হাঙড়ের মতো, কিছু বৈশিষ্ট্য আবার নয়ও।
সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে বেশিরভাগ মানুষ অনুমান করেছেন, প্রাণীটি কফিন রে। পরে সি লাইফ সিডনি অ্যাকোরিয়ামের সুপারভাইজার লেটিটিয়া হ্যানান জানিয়েছেন ওটা কফিন রে-ই। ‘অস্ট্রেলিয়ান ডাম্বফিশ’ নামেও পরিচিত। মৃত্যুর পরে শরীরে গ্যাস ভর্তি হওয়ায় এমন অদ্ভুত চেহারা নিয়েছে সেটি।