ক্রীড়া ডেস্ক :

আইপিএলে নিয়মিত ধারাভাষ্য দেন সুনীল গাভাসকার। পাশাপাশি চলে হাসি–মশকরাও। এমনই ঠাট্টা করতে গিয়ে ব্রিটিশ সাংবাদিকের কাছে কোহিনূর হিরে চেয়ে বসলেন সানি।

রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টসের ম্যাচে ঘটনাটি ঘটে। ধারাভাষ্য দিতে দিতে ব্রিটিশ ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্সের কাছে ইংল্যান্ডে থাকা কোহিনূরের আবদার করেন গাভাসকার। এটা ঘটনা রাজস্থান–লখনউ ম্যাচ চলাকালীন একবার স্ক্রিনে ফুটে ওঠে মুম্বইয়ের মেরিন ড্রাইভ।

পর্যটকদের অতি প্রিয় এই জায়গাটি রাতের অন্ধকারে হয়ে ওঠে মোহময়ী। মায়ানগরী মুম্বইয়ের এই রূপ দেখে মুগ্ধ হয়ে এর সঙ্গে ব্রিটেনের রানি এলিজাবেথের নেকলেসের তুলনা করেন গাভাসকার। এরপরই মজা করে অ্যালানের উদ্দেশে বলেন, ‘‌আমরা এখনও কোহিনূর হিরের অপেক্ষায় বসে আছি।’‌ এরপরই হেসে ওঠেন সানি। হাসতে থাকেন উইলকিন্সও। এরপরই গাভাসকার জানতে চান, ব্রিটিশ সরকারের সঙ্গে অ্যালানের কোনও যোগসূত্র আছে কি না। আর যদি থাকে, তাহলে অ্যালানের অনুরোধে অমূল্য সেই হিরে এ দেশ কি কোনওভাবে ফেরত পেতে পারে? সানির এই রশিকতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চা।