ক্রীড়া ডেস্ক :
দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের শেষ টেষ্ট ম্যাচে টাইগার বাহিনী কঠিন পরীক্ষায় পড়েছে। ডারবান টেস্টেও মতো আবারো লজ্জায় ডুবতে চলছে অতিথি বাংলাদেশ। স্বাগতিকদের দুই স্পিনার মহারাজ আর হারমারে নাকাল বাংলাদেশের টড অর্ডার।
টস হেরে বল হাতে তুলে নিয়ে স্বাগকিদের ৪৫৩ রানের আগে অলআউট করা সম্ভব হয়নি। উল্টো ১ম ইনিংসে জবাব দিতে নেমে মাত্র ২১৭ রানে অলআউট বাংলাদেশ। টেস্টের ৩য় দিন শেষ হয়নি অথচ তিন ইনিংস শেষ হয়ে ৪থ ইনিংস শুরু এবং শেষ হবে হবে আশংকায়!
আপাতত দৃষ্টিতে অতিথি বাংলাদেশ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারের দরজয় কড়া নাড়ছে। স্কোর ৩ উইকেটের বিনিময়ে ২৭ রান, এখনও ৩৮৬ রান করতে হবে। টেস্ট ম্যাচের ২য় ইনিংসে ৪ শত রানের কোটা পার করে জয়ে ইনিংস বিশ্ব ক্রিকেটে হাতে গুনা মাত্র।
ভিন্ন কিছু করতে হল দ্বিতীয় ইনিংসে ৪১৩ রানের পাহাড়ের চূড়ায় পা রাখতে হবে মমিনুল বাহিনীকে। হাতে আছে পুরো ২ দিন আর ৭টি অক্ষত উইকেট। জয় পেতে প্রয়োজন ৩৮৬ রান। ক্রিজে টিকে থাকতে পারলে কোন কিছুই অসম্ভব নয়।
কিন্ত আবারো সেই আগের দৃশ্য চিত্রায়িত হলো! পর পর দুই ইনিংসেই টানা শূণ্য রানে আউট হলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ওপেনারকে ফেরত পাঠানো স্পিনার মহারাজ এবার ফেরত পাঠালেন নাজমুল হাসান শান্তকে তাঁর ব্যক্তিগত ৭ রান যোগ করার পর। ২ উইকেটে স্কোর ১১! এবার ওপেনার তামিম ইকবাল অধিনায়ক মমিনুলকে নিয়ে লড়াই করার চেস্টা শুরু করলেন। কিন্তু ওপেনার তামিম হারমারের বলে ডিফেন্স করতে গেলে বল ব্যাটের কানায় লেগে স্লিপে ক্যাচ উঠে যায়। বাংলাদেশকে সমুদ্রের গভীর পানিতে ছেড়ে দিয়ে তামিম ১৩ রান করে ফেরত গেছেন। শেষ বিকেলে ৫ রান করে অপরাজিত থাকলেন অধিনায়ক মমিনুল হক। এরপরই আম্পায়ার দিনের খেলা শেষ করার ঘোষণা দিলেন।
আগের দিন (দ্বিতীয় দিন শেষে) অতিথি বাংলাদেশের ১৩৯/৫ উইকেট ছিল। তামিমের ৪৭ আর শান্তর ৩৩ রাান বলার মতো ১ম ইনিংসে কিছুই অবশিষ্ট ছিল না। এমনই পরিস্থিতিতে মুশফিক ছিলেন ৩০ রানে আর ইয়াসির ছিলেন ৮ রানে অপরাজিত। আজ টেষ্টের তৃতীয় দিনের সকালটা পার করে মুশফিক টেস্ট ক্যারিয়ারের ২৫তম ফিফটির দেখা পান। তবে ৪৬ রানে থাকা ইয়াসিরও আউট হলেন। তবে ইয়াসির মুশফিকের আগেই সাঁজঘরে ফেরত গেলেন।
মিরাজ ছিলেন মুশফিকের শেষ ও নতুন সঙ্গী। দল তখন একে বারে শেষ প্রান্তে দাঁড়িয়ে। তারপরও মুশফিক নিজের ৫১ রানের মাথায় এমনই এক আজব শট খেললেন যে, তা নিয়ে সোস্যাল মিডিয়াতে সমালোচনার ঝড় বয়ে চলেছে। অভিজ্ঞ মিডল অর্ডারের কাছ থেকে কেউ এমন দায়িত্বহীন ব্যাটিং আশা করেনি।
শেষ দিকে আর কেউ দাঁড়াতে পারার কোন কারণ ছিল না। স্বীকৃত যারা তারা তো আগেই দর্শক বনে গেছেন। তাহলে বোলারা কি করবে?
২৩৬ রানের এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে স্বাগতিক দল। শুরুটা স্বাগতিকরা যেভাবে করেছিল তাতে মনে হয়েছিল বাংলাদেশের জন্য দ্বিতীয় ইনিংসে ৫ শত রানের বেশি টার্গেট অপেক্ষা করছে। কিন্তু ১ উইকেটে ৬০ থেকে ৬ উইকেটে ১৭৬ রানে পৌচ্ছানো দক্ষিণ আফ্রিকা অলআউট হতে চায়নি। স্পিনার তাইজুল ৩টি, মিরাজ ২টি আর পেসার খালেদ ১ উইকেট পকেটে জমা করেন। দুই ইনিংসে মোট ৯ উইকেট শিকার করলেন স্পিনার তাইজুল।
তৃতীয় দিন শেষে অতিথি বাংলাদেশে স্কোর বোর্ডে জমা হয়েছে ২৭/৩। আর ক্রিজে অপরাজিত রয়েছেন মমিনুল হক। কাল তাঁর সঙ্গী হিসেবে যোগ দেবেন আরেক অভিজ্ঞ মুশফিকু রহিম।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ টেস্ট সিরিজ- ২০২২
২য় টেস্ট, সেন্ট জর্জ পার্ক, পোর্ট এলিজাবেথ
৩য় দিন শেষে
টস : দক্ষিণ আফ্রিকা ব্যাটিং
দক্ষিণ আফ্রিকা : ১ম ইনিংস ৪৫৩ অলআউট
বাংলাদেশ : ১ম ইনিংস ২১৭ অলআউট
দক্ষিণ আফ্রিকা : ২য় ইনিংস ১৭৬/৬ ডিক্লে.
বাংলাদেশ : ২য় ইনিংস ২৭/৩