চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০ তম ব্যাচ (CUTBMAA) সংগঠনের সদস্য সৈয়দ নাসির আহম্মেদ এর অকাল মৃত্যুতে তার পরিবারের আর্থিক স্বচ্ছলতার জন্য সংগঠনের পক্ষথেকে একটি চেক প্রদান করা হয়। মরহুম সৈয়দ নাসির আহম্মেদ এর নিজ বাড়ি হবিগঞ্জে গিয়ে তার কনিষ্ঠ কন্যা সৈয়দা নুজ্জাত নিগার এর হাতে ইংরেজি ২ এফ্রিল সংগাঠনের কর্মকর্তারা অনুদানে হিসাবে এক লক্ষ্য টাকার চেক প্রদান করেণ। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, প্রচার সসম্পাদক এ কে এম ফজলুল করীম (মাসুদ), সহ সাংঠনিক সম্পাদক মোঃ বাকিউল্লাহ, সিলেট বিঞ্জান প্রযুক্তি ও প্রকোশলী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকোশলী ও এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাগেরহাট থেকে রুহুল আমিন বাবু