ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারশনের আয়োজনে ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার সপ্তম রাউন্ডের খেলা শেষে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
ছয় পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ পুলিশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও বাংলাদেশ নৌবাহিনী ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও ফিদে মাস্টার শেখ নাসের আহমেদ লিওনাইন চেস ক্লাবের মোঃ আবজিদ রহমান ও পল্লী সঞ্চয় ব্যাংকের অভিক সরকার। সাড়ে চার পয়েন্ট করে নিয়ে ৮ জন খেলোয়াড় মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন।
এরা হলেনঃ ও বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, বাংলাদেশ পুলিশের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়, তিতাস ক্লাবের ফিদে মাস্টার মোঃ সাইফ উদ্দীন লাভলু, সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবের মোঃ শরীয়তউল্লা, লিওনাইন চেস ক্লাবের মোঃ আবজিদ রহমান ও আসিফ মাহমুদ।
সপ্তম রাউন্ডের খেলা আজ (রোববার) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষ ও জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের নীচতলাস্থ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সপ্তম রাউন্ডে খেলায়ঃ গ্র্যান্ড মাস্টার রাজীব আন্তর্জাতিক মাস্টার ফাহাদকে, গ্র্যান্ড মাস্টার জিয়া আন্তর্জাতিক মাস্টার মিনহাজকে, ফিদে মাস্টার নাসির অভিক সরকারকে, ফিদে মাস্টার পরাগ ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন রবীনকে, ক্যান্ডিডেট মাস্টার নীড় মোঃ আবু হানিফকে, শরীয়ত মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুমকে ও আসিফ ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদকে পরাজিত করেন। ফিদে মাস্টার আমিন আবজিদের সাথে, ক্যানিএডট মাস্টার সোহেল চৌধুরী টুটুল ধরের সাথে ও জাবেদ আল আজাদ মোঃ নাসির উদ্দিনের সাথে ড্র করেন। অষ্টম রাউন্ডের খেলা আগামীকাল (সোমবার) দুপুর ২-০০ টা হতে একই স্থান সমূহে শুরু হবে।