ক্রীড়া প্রতিবেদক :
এশিয়ান রাগবির আমন্ত্রণে থাইল্যান্ডে ২ দিনের আসরে অংশ নিয়েছে বাংলাদেশ পুরুষ রাগবি দল। এবার দেশে ফিরে আসার পালা। তবে সেটা খালি হাতেই ফিরতে হচ্ছে। শক্তিশালী সব দলের বিপক্ষে রাগবিতে হাটিহাটিপ পা-পা করা বাংলাদেশ রাগবি বেশি কিছু করতে পারেনি।
৯ এপ্রিল ১ম দিনেই টানা দুই ম্যাচে হার দিয়ে আসর শুরু করে অতিথি বাংলাদেশ। আর আজ দ্বিতীয় ও শেষ দিনে ছিল সেমিফাইনাল আরফ ফাইনালের চমক। গতকাল দুপুর ৩টা ২০ মিনিটে বাংলাদেশ ০-০ পয়েন্টে ড্র করে শক্তিশালী সংযুক্ত আরব আমিরাতকে রুখে দেয়টা ছিল সম্মান জনক ঘটনা।
আজ সকাল ৯টা ৪০ টার ১ম খেলায় সংযুক্ত আরব আমিরাত ৩১-০ পয়েন্টে চাইনিজ তাইপকে পরাজিত করে সেমিফাইনালে উন্নিত হয়। সকাল ১০টায় ২য় খেলায় থাইল্যান্ড সেভেন এস ১৯-১৯ পয়েন্টে থায়ুল্যনাড বি টিমের সাথে ড্র করে থাইল্যান্ড সেভেন এস সেমিফাইনালে উন্নিত হয়।
এছাড়া সকাল ১০টার ৩য় খেলায় সিঙ্গাপুর ৫৩-০ পয়েন্টে বাংলাদেশ কে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়।
দিনের ১ম সেমিফাইনাল দুপুর ১টার সময় সিঙ্গাপুর ১৯-১২ পয়েন্টে চাইনিজ তাইপে কে হারিয়ে ফাইনালে উঠে। অন্য দিকে ২য় সেমিফাইনাল দুপুর ১টা ২০ মিনিটে সময়ে সংযুক্ত আরব আমিরাত ১৯-০৫ পয়েন্টে থাইল্যান্ড সেভেন এস কে পরাজিত করে ফাইনাল এ উন্নিত হয়।
ফাইনাল খেলায় বিকাল সাড়ে ৪টায় সিঙ্গাপুর বনাম সংযুক্ত আরব আমিরাত মুখোমুখি হয়।