ক্রীড়া ডেস্ক :
ডারবান টেস্টের ১ম ইনিংসে আগে ব্যাট করে ৩৬৭ রানে অলআউট হওয়া স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবার সেন্ট জর্জ পার্কে রানের পাহাড়ে চাপ পড়তে পড়তে বেঁচে গেলে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্তটা যে সঠিক ছিল তা প্রমান হিসাবে দিন শেষে স্বাগতিকদের স্কোর বোর্ডে জমা হয়েছে ২৭৮ রনের ৫ উইকেট। ৬ষ্ঠ উইকেট জুটিতে ক্যালি ১০ রানে আর মুলদার শূণ্য রানে অপরাজিত আছেন।
তারপরও দিনের শেষ দিকটা ছিল বাংলাদেশের। কারণ পুরোটা দিনে স্পিনার তাউজুলের জাদুতে কাঁপছিল স্বাগতিকরা। সঙ্গে পেসার খালেদের বাউন্সার ছিল বোনাস। দুই বোলার ৫ উইকেট ভাগাভাগি করে নিলেন। তাইজুল ৩টি আর খালেদ ২টি।
কাল টেস্টের দ্বিতীয় দিনের ১ম ঘন্টাতেই যদি বাংলাদেশ দ্রুত ৬ জুটিকে সাঁজঘরে ফেরাতে সক্ষম হয় তাহলে হয়তো স্বাগতিকদের রানের সংখ্যাটা বড় কিছু হবে না। তা নয় তো রান কত দূর পর্যন্ত যায় সেটা বলা কঠিন।
অপর দিকে অতিথিরা দুই পরিবর্তন নিয়ে একাদশ সাঁজিয়েছে দ্বিতীয় টেস্ট শুরু করে। ওপেনার তামিম আর স্পিনার তাইজুল একাদশে এসেছেন। টস হেরে বল হাতে তুলে নেয়া টাইগার বাহিনীর দুই পেসার এবাদত ও খালেদ শুরুটা ভাল-মন্দের মধ্যেই রেখেছেন। আফ্রিকার দলীয় রান ৫২ তে যাবার পর ওপেনার স্যারিলকে ব্যক্তিগত ২৪ রানে খালেদ ক্যাচ দিতে বাধ্য করেন।
৫২/১ উইকেট, অধিনায়ক ড্যান নতুন সঙ্গী পিটারসেনকে নিয়ে জুটি বেঁধে এগিয়ে চলছিলেন। ড্যান টাইগার আক্রমণকে হতাশ করে ৭৬ টেস্টে ২২তম ফিফটির স্বাদ পেয়ে গেছেন।কিন্তু ব্যক্তিগত ৭০ রনের পর স্পিনার তাইজুল ড্যানের মনোযোগ নষ্ট করতে সফল হলেন। উইকেটকিপার লিটনের গ্লাভসে ক্যাচ তুলে বিদায় নিলেন ড্যান। স্কোর ১৩৩/২।
এরপর পিটাসেন আর টিম্বার জুটির পথচলা। পিটারসেন ৭ টেস্ট ম্যাচে নিজের ৪র্থ টেস্ট ফিফটির পর স্পিনার তাইজুরের বলে ৬৪ রান যোগ করে এলবি’র ফাঁদে কাটা পড়লেন। স্কোর ১৮৪/৩।
এবারও টিম্বার ডারবান টেস্টের মতোই অবিচল ছিলেন। সঙ্গী রাইয়ানকে নিয়ে এগিয়ে চলার পথে নিজের ৫১তম টেম্টে ১৯তম ফিফটি আদায় করে নিলেন।
দিনের শেষ ভাগে এসে টাইগার অধিনায়ক মমিনুল আক্রমনের দায়িত্বটা পেসারদের কাছ থেকে তুলে নিয়ে স্পিনার তাইজুল আর মিরাজের হাতে দিলেন।
কিন্তু টিম্বার আর রাইয়ান জুটি ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন। আটকানো যাচ্ছিল না। শেষ মেষ স্পিনার তাইজুলই সফল হলেন। ৪২ রানে থাকা রাইয়ানকে ফিল্ডা ইয়াসির আলীর হাতে ক্যাচ দিতে বাধ্য করেন। কিন্ত টিম্বা ছিলেন, সেটা ছিল টাইগারদের মাথা ব্যাধার কারন। কিন্তু মাথা ব্যাথা থামিয়ে দিলেন পেসার খালেদ। ৬৭ রান করা টিম্বাকে শান্তর হাতে ক্যাচ বানালেন পেসার খালেদ।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট
১ম দিন শেষে
ভেন্যু : সেন্ট জর্জ পার্ক, পোর্ট এলিজাবেথ
টস : দক্ষিণ আফ্রিকা ব্যাটিং
দক্ষিণ আফ্রিকা :১ম ইনিংম ২৭৮/৫ (ব্যাটিং)