ক্রীড়া ডেস্ক :
দক্ষিণ আফ্রিকা সিরিজে অতিথি বাংলাদেশের ডারবান টেস্টের স্মৃতি ভূলে আজ নতুন করে মিশন শুরু। আজ পোর্ট এলিজাবেথে সেন্ট জর্জ পার্কের উইকেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে দুপুর ২টায়।
সেন্ট জর্জ পার্কের উইকেটে এটা বাংলাদেশের প্রথম বার খেলার অভিজ্ঞতা হবে। এর আগে ৭টি টেস্ট খেলেছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মাটিতে। ২০০২ সালে থেকে আজ অবদি সেন্ট জর্জ পার্কে কোন টেস্ট খেলা হয়নি।
ডারবান টেস্টে দ্বিতীয় ইনিংসে ২৭৪ রানের টার্গেটে মাঠে নামা বাংলাদেশ ৫ম দিনের সকালেই ৫৩ রানে অলআউট হয়ে লজ্জায় ডুবেছে। এই লজ্জা থেকে নিজেদের হারানো সম্মান ফিরে পেতে শেষ টেস্টে শেষ সুযোগ।
এই সুযোগটা কাজে লাগাতে চান অধিনায়ক মমিনুল হক। দল ঠিকই ঘুরে দাঁড়াবে বলে তিনি বিশ্বাস করেন বলে মিডিয়াতে ঘোষণা দিয়েছেন ১ম টেস্ট হারের পর পরেই।
সে কথার সঙ্গে এবার যোগ দিলেন টাইগার বাহিনীর বোলিং কোচ দক্ষিণ আফ্রিকার সাবেক পেস তারকা ডোনাল্ড। তিনিও আশাবাদী বাংলাদেশ পারবে।
কারণ এই সিরিজে ১ম টেস্টে বাংলাদেশে স্বাগতিকদের দুই বার অলআউট (২০ উইকেট) করেছে। সেন্ট জর্জ পার্কে সর্বোচ্চ উইকেট শিকারি বাংলাদেশের ফাস্ট বোলিং কোচ ডোনাল্ড মনে করেন, যদি সেন্ট জর্জ পার্কে সর্বোচ্চ উইকেট বাংলাদেশের ফাস্ট বোলাররা নিজেদের ডারবানের মতো মেলে ধরতে সক্ষম হয় তাহলে দ্বিতীয় টেস্টে ফলাফল অন্য রকম হতে পারে।
শত বছরের পুরাতন সেন্ট জর্জ পার্কে ভেন্যুতে স্বাগতিকদের জয়-পরাজয়ের পরিসংখ্যান প্রায় সমান সমান। তাই টাইগার বাহিনীর পারফমেন্স ঠিক থাকলে বিশেষ কিছু হতে পারে বলেই ক্রিকেট পন্ডিতরা মনে করছেন।