ক্রীড়া ডেস্ক :

ফুটবলার জীবনে আগাগোড়াই বিতর্কে জড়িয়ে ছিলেন। বুট জোড়া তুলে রাখার পরও চিত্র বদলায়নি। কিংবদন্তির মৃত্যুর পরও যেন বিতর্ক পিছু ছাড়ছে না। আগের দিনই জানা গিয়েছে, ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপে ‘হ্যান্ড অফ গড’ ম্যাচের জার্সি নিলামে তোলা হবে।

কিন্তু সেই নিয়ে প্রশ্ন তুললেন ম্যারাডানোর মেয়ে দালমা। তিনি বলেন, ‘যে জার্সি নিলামে তোলা হচ্ছে সেই জার্সি পরে বাবা দ্বিতীয়ার্ধে নামেনি। আমি নিশ্চিত স্টিভের কাছে সেই বিশেষ জার্সি নেই। জার্সিটা কার কাছে আছে আমি জানি। কিন্তু আমি সেটা বলব না।’

ম্যারাডানোর মেয়ের দাবি যদি সত্যি হয়, তাহলে নিলামে ওঠা ম্যারাডানোর জার্সি ঘিরে চরম বিভ্রান্তি তৈরি হবে। যদিও স্টিভ হগের দাবি, নিলামে ওঠা জার্সি পরেই কিংবদন্তির ‘হ্যান্ড অফ গড’ গোল।

মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে হাত দিয়ে গোল করেছিলেন ম্যারাডানোর। ফুটবলের ইতিহাসে এই ঘটনা ‘হ্যান্ড অফ গড’ বলে বিখ্যাত। ম্যাচের পর ম্যারাডানোর সঙ্গে জার্সি বদল করেছিলেন স্টিভ হগ। সেই জার্সিই নিলামে উঠছে। বিতর্ক উড়িয়ে স্টিভের দাবি, আসল জার্সিই তাঁর কাছে আছে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ম্যারাডানোর সঙ্গে এই জার্সিটাই আমি টানেলে বদলেছিলাম। সেই জার্সি এতদিন আমার কাছেই ছিল। আমার মারাদোনার মতো কিংবদন্তির সঙ্গে খেলার সৌভাগ্য হয়েছিল।’ এই বিভ্রান্তির মধ্যে মারাদোনার ‘হ্যান্ড অফ গড’ ম্যাচের জার্সির নিলাম ঘিরে কতটা আগ্রহ থাকবে সেটাই প্রশ্ন।