মিরসরাইয়ে হাইচ (মাইক্রোবাস) থেকে ভারতীয় শাড়ি, থ্রীপিস ও লেহেঙ্গা জব্দ করেছে মিরসরাই থানা পুলিশ।
শুক্রবার (৮ এপ্রিল) ভোর পৌনে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থানা মসজিদের সামনে থেকে একটি হাইচ (মাইক্রোবাস) তল্লাসী চালিয়ে ৬০৬ পিস শাড়ি ও ৭৯ পিস থ্রী-পি, লেহেঙ্গা জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২৬ লাখ ৭০ হাজার টাকা। এসময় হাইচের চালক জোরারগঞ্জ থানার দক্ষিণ সোনাপাহাড় এলাকার মৃত শরফুদ্দিনের পুত্র মোহাম্মদ সোহাগ (৩২) কে আটক করা হয়েছে এবং সেই সাথে অবৈধ মালামাল পাচারে ব্যবহৃত হাইচ (মাইক্রোবাস)টি জব্দ করা হয়ছে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেকেন্ড অফিসার রাজিব চন্দ্র পোদ্দার, এসআই আনিছুর রহমান, এসআই কৃঞ্চ লাল ঘোষ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার ভোর পৌনে ছয়টায় থানার মূল গেইট থেকে ২’শত গজ দক্ষিনে থানা মসজিদের সামনে থেকে চট্টগ্রামুখী লেনে একটি হাইচের ( চট্টমেট্রো-চ-১১-৭৭৪০) গতিরোধ করে তল্লাসী চালিয়ে ১০টি গাইড ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করা হয়। এরপর থানায় নিয়ে গাইড খুলে ৬০৬ পিস ভারতীয় শাড়ি ও ৭৯পিস থ্রীপিস বের করা হয়েছে। এসময় হাইচের চালক সোহাগকে আটক করা হয়। জব্দ কৃত মালামাল, গাড়ি ও আটককৃত আসামির বিরুদ্ধে মিরসরাই থানায় মামলা দায়ের করা হয়েছে।
আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি