ক্রীড়া ডেস্ক :
ডারবান টেস্টের লজ্জা রেহাই পেতে হলে পোর্ট এলিজাবেথে শোধ নিতে হবে। টস হেরে বল হাতে তুলে নেয়া অতিথি বাংলাদেশের সামনে শক্ত দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলন অধিনায়ক ও ওপেনার ড্যান। কিন্তু লম্বা েইনিংস হাঁকানোর আগেই তাঁকে স্পিসার তাইজুল ব্যক্তিগত ৭০ রানে সাঁজ ঘরের পথ দেখিয়ে দিলেন।
কিন্তু এরপর আবারো নতুন জুটি দাঁড় করালো স্বাগতিক দল। পিটারসেন আর টিম্বা মিলে দলের রানের চাকা সচল রেখেছেন। স্কোর ১৫৬/২। টিম্বার ৯ রানে আর পিটারসেন ৫২ রানে থাকা অবস্থায় বৃষ্টি হানায় ম্যাচ বন্ধ হয়ে যায়।
কিন্তু এমন কন্ডিশনে টাইগারদের পেস বোলাদেরউ মুল দায়িত্ব নিতে হবে বলে মনে করেন বাংলাদেশের সাবেক তারবা ক্রিকেটাররা। মেহেরাব হোসনে অপি, খালেদ মাসুদ পাইলট, সানোয়ার হোসেন, গাজী আশরাফ হোসেন লিপু সকলেই মনে করেন এই উইকেটে কিছু করতে হলে পেসারদের দায়িত্ব নিতে হবে।
উল্লেখ, বিগত ১০ বছরে পোর্ট এলিজাবেথ ভেন্যুতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ১টির বেশি টেস্ট ম্যাচ জেতেনি।