ক্রীড়া ডেস্ক :
পোর্ট এলিজাবেথে টস হেরে এবার অতিথি বাংলাদেশ আবারো বল হাতে ১ম ইনিংসে ফিল্ডিং করছে। আজ শুক্রবার দুপুর ২টায় টস জিতে আগে ব্যাট করতে নামা স্বাগতিক দক্ষিণ আফ্রিকা লাঞ্চ পর্যন্ত সংগ্রহ করছে ১০৭/১।
অধিনায়ক ও ওপেনার ড্যান ৫৯ নিজের নামের পাশে জমা করে লাঞ্চে গেলেন। কিন্তু আরেক ওপেনার স্যারিল মাত্র ২৪ রান যোগ করে পেসার খালেদের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে বিদায় নেন।
কিন্তু অধিনায়ক ড্যান ও তৃতীয় ব্যাটসম্যান পিটারসেন রানের চাকা সচল রেখে উইকেট আটকে রাখতে সক্ষম হন। বাংলাদেশের স্পিনার মিরাজের সঙেগ যোগ দেয়া তাইজুলও কিছু করতে পারলেন না।
তবে অধিনায়ক ড্যান ডান চোঁখের উপরে আহত হন। দলের ফিজিও দেখে-শুনে দিলে তিনি আবারো ব্যাট করতে শুরু করেন। ড্যানের ৫৯ রানের পাশে পিটারসেন করেছেন ২৪ রান।