ক্রীড়া ডেস্ক :
ডারবান টেস্টে টস হেরেও আগে ব্যাট করেছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এবার সরাসরি নিজেরাই টস জিতে আগে ব্যাট হাতে তুলে নিয়েছে। পোর্ট এলিজাবেথে আজ সিরিজের শেষ ও দ্বিতীয় টেস্টে টাইগার বাহিনী বল হাতে তুলে নেয়। স্কোর ৫২/১।
এই রিপোর্ট লেখা অবিদি স্বাগতিক দলের সংগ্রহ বিনা উইকেটে ১১ রান। অধিনায়ক ড্যান আর ওপেনার স্যারিল ব্যাট করছেন। স্যারিল ২৪ রান যোগ করে উইকেটরক্ষক লিটনের হাতে পেসার খালেদের বলে ক্যাচ দিতে বাধ্য হন।
অন্যদিকে টাইগার বাহিনীতে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। ওপেনার তামিম ইকবাল আর স্পিনার তাইজুল একাদশে যোগ দিয়েছেন। সাদমানের বদলে তামিম আর পেসার তাসকিনের বদলে তাইজুল মাঠে নেমেছেন।