ক্রীড়া প্রতিবেদক :

আগেই বলা ছিল আজ যদি অমুকটা হয় তাহলে তমুকটা বদলে যাবে। বাস্তবেই তাই হয়েছে। মিরপুরের উইকেটে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের সেরা দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব মুখোমুখি হয় ৫ম সারির দল গাজী গ্রুপের। কিন্তু শীর্ষ দল প্রাইম ব্যাংক ৪ রানে গাজীর বিপক্ষে নিজেদের শীর্ষস্থান হারিয়েছে।

অন্যদিকে আবাহনী সাভারের ৪ নম্বর উইকেটে ৮ বল না খেলেই শেখ জামাল ধানমন্ডি ক্লারের বিপক্ষে হার হজম করে ৫ উইকেটে। আগে ব্যাট করা আবাহনীর মতো বদ দলের ব্যাটিং লাইন শেষ হয়ে যায় ১৭৭ রানে! শেখ জামালের বোলিং তোপে দাঁড়াড়েই পারেনি আবাহনী টপ অর্ডার। ৪৮.৪ ওভারে ৫ উইকেটের বিনিময়ে শেখ জামাল ১৮২ রান স্কোর বোর্ডে জমা করে।

অন্যদিকে মিরপুরের উইকেটে টস হেরে আগে ব্যাট করে গাজী গ্রুপ ৯ উইকেটে সংগ্রহ করে ২৫৬ রান। জবাবে শীর্ষ দল প্রাইম ব্যাংক ২৫২ রানে ৯ উইকেটে শেষ করে ৫০ ওভার। ৪ রানে হার হজম করে প্রাইম ব্যাংক।

দুই টি ম্যাচে হার জিতের ফেলে লীগের পয়েন্ট টেবিলই বদলে গেলে।  শীর্ণ স্থানে এখন শেখ জামাল ধামন্ডি ক্লাবের, ২য় সারিতে নেমে গেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব আর ৩য় অবস্থানে লিজেন্স অব রুপগঞ্জ। আর তৃতীয় থাকা আবাহনী নেমে গেলে ৪র্থ স্থানে।

                                    প্রিমিয়ার ডিভিশনি ক্রিকেট লীগ পয়েন্ট টেবিল -২০২১-২২

      দল                                   ম্যাচ         জয় – পরাজয়           পয়েন্ট

১. শেখ জামল ধানমন্ডি ক্রিকেট ক্লাব      ৮            ৭        ১                ১

২. প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব               ৯            ৬       ৩                ১২

৩. লিজেন্ড অব রুপগঞ্জ                    ৭             ৫       ২                ১০

৪. আবাহনী লিমিডেট                      ৭             ৫       ৩                ১০

৫. গাজী গ্রুপ ক্রিকেটার্স                    ৭             ৫       ৩                ১০

৬. রুপগঞ্জ টাইগারর্স ক্রিকেট ক্লাব         ৬             ৩       ৩                ৬