বিনোদন ডেস্ক :

অক্ষয়কুমার কিছুদিন আগেই বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির প্রশংসা করেছিলেন। পরিচালককে শুভেচ্ছাও জানিয়েছিলেন এই সুপারস্টার। এই ছবির জন্য তাঁর ‘বচ্চন পাণ্ডে’ কীভাবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল সেই বিষয়েও আলোকপাত করেছিলেন তিনি।

কিন্তু অক্ষয়ের স্ত্রী টুইঙ্কল খান্না কিছুদিন আগে একটি পত্রিকায় ‘দ্য কাশ্মীর ফাইলস’কে নিয়ে মশকরা করেছেন। ‘মিসেস ফানিবোনস’ ছদ্মনামে লেখা টুইঙ্কলের ওই কলম বেশ জনপ্রিয়।

এই নিয়ে পরিচালক অশোক পণ্ডিত টুইঙ্কলকে খোঁচা দিয়ে বলেছেন, ‘আপনি অনেক দেরি করে ফেলেছেন ম্যাডাম। কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে এই ছবি ইতিমধ্যেই মৌলবাদীদের কফিনে পেরেক পুঁতে দিয়েছে। আপনাকে অনুরোধ ৭ লক্ষ উদ্বাস্তু কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে অমানবিক হবেন না।’

তাহলে কী এবার স্বামী-স্ত্রী ছবির গুণমান নিয়ে একমত হতে পারছেন না? একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে সারাক্ষণ ইনিয়ে বিনিয়ে প্রচার করে যান অক্ষয়। শেষ পর্যন্ত সেই রাজনৈতিক দলকে অক্সিজেন দেওয়া একটা ছবিকে নিয়ে মশকরা করলেন তাঁর স্ত্রী নিজেই? এ তো ঝগড়া একেবারে প্রকাশ্যে।