বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) গ্র্যাজুয়েটদের গ্র্যাজুয়েশন ডে ২০২২ বৃহষ্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উইন্টার ২০২০ টার্মের ব্যাচেলর অব সায়েন্স (কৃষি) প্রোগ্রামের ১৩তম ব্যাচ, ব্যাচেলর অব সায়েন্স (ফিশারিজ) প্রোগ্রামের ৯ম ব্যাচ, ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) প্রোগ্রামের ৬ষ্ঠ ব্যাচ এবং ব্যাচেলর অব সায়েন্স (কৃষি অর্থনীতি) প্রোগ্রামের ৫ম ব্যাচ এর গ্র্যাজুয়েটদের এ গ্র্যাজুয়েশন ডে অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও গ্র্যাজুয়েশন ডে’র সভাপতি প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া অনুষ্ঠানে উপস্থিত থেকে ডিগ্রি অর্জনকারী ছাত্র-ছাত্রীদের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এবং ডিগ্রি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের শুভেচ্ছা স্মারকসহ সাময়িক সনদপত্র প্রদান করেন।

ভাইস-চ্যান্সেলর ডিগ্রিপ্রাপ্ত গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে বলেন, জাতির আশা আকাঙ্খা পূরণে ও দেশ গঠনের লক্ষ্যে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্র-ছাত্রীরা তাঁদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও মেধাÑ দায়িত্বশীলতার সঙ্গে কাজে লাগাবেন। তিনি আরো বলেন, প্রতিটি গ্র্যাজুয়েটই এ বিশ্ববিদ্যালয়ের এক একজন এমব্যাসেডর বা প্রতিনিধি। তিনি সকলের উজ্জ্বল ভবিষ্যত ও মঙ্গল কামনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে গ্র্যাজুয়েটগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ নাজমুল হাসান, ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ গোলাম হায়দার, ফিশারিজ অনুষদের ডীন প্রফেসর ড. নার্গিস সুলতানা এবং কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ এনামুল হক নিজ নিজ অনুষদের ফলাফল ভাইস-চ্যান্সেলর সমীপে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন। গ্র্যাজুয়েশন ডে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ সিরাজুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানে সর্বোচ্চ জিপিএ অর্জনকারী কৃষি অনুষদের ছাত্রী তাসফিয়া তাসনিম মুন, ফিশারিজ অনুষদের ছাত্রী অনসুয়া কর, ডিভিএম অনুষদের ছাত্রী জান্নাতুল মাওয়া এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের ছাত্রী আইরিন সুলতানা আঁখি তাঁদের নিজ নিজ অনুভূতি ব্যক্ত করেন।

বিশ্ববিদ্যালয়ের ৯৪ জন ছাত্র-ছাত্রীকে বিএস (কৃষি), ৫১ জন ছাত্র-ছাত্রীকে বিএস (ফিসারিজ), ৪৫ জন ছাত্র-ছাত্রীকে ডিভিএম এবং ৬৩ জন ছাত্র-ছাত্রীকে বিএস (কৃষি অর্থনীতি), চারটি অনুষদের সর্বমোট ২৫৩ জন গ্র্যাজুয়েটকে গ্র্যাজুয়েশন ডে’র মাধ্যমে ডিগ্রি প্রদান করা হয়। গ্র্যাজুয়েশন ডে অনুষ্ঠানের শুরুতে ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে ডিগ্রি প্রাপ্ত ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে সকল শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।