ক্রীড়া ডেস্ক :
আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ এ পাকিস্তানের বাবর আজম, ওয়েস্ট ইন্ডিজের ক্রেইগ ব্র্যাথওয়েট এবং অস্ট্রেলিয়ার প্যাট কুমিন্স পুরুষদের মধ্যে পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছেন। বুধবার আইসিসি থেকে এ ঘোষণা আসে। ইংল্যান্ডের সোফি একলেস্টোন, অস্ট্রেলিয়ার র্যাচেল হেইনস এবং দক্ষিণ আফ্রিকার লরা ওলভার্ড নারী পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ পুরষ্কারের জন্য মনোনীতরা প্রত্যেকেই দুর্দান্ত পারফমেন্স করেই মনোনীত হয়েছেন। পাকিস্তানী টেস্ট অধিনায়ক বাবর আজম, ক্রেইগ ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) এবং প্যাট কুমিন্স (অস্ট্রেলিয়া) সকলেই গত এক মাসের মধ্যে তাদের সর্বোচ্চ পারফমেন্স করেছেন বলে আইসিসি ঘোষণা দিয়েছে।
মার্চে ২২ গজি উইকেটে মহিলাদের মধ্য সেরা পারফমেন্স দিয়ে সংক্ষিপ্ত তালিকায় যারা এসেছেন তারা সকলেই নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি মহিলা বিশ্বকাপ ক্রিকেট আসর সহ বিভিন্ন ফর্ম্যাট জুড়ে পারফরম্যান্সের ভিত্তিতে। ইংল্যান্ডের বোলার সোফি একলেস্টোন, এবং অস্ট্রেলিয়ার রান-মেশিন খ্যাত রাচেল হেইনস আর লরা ওলভার্ড দক্ষিণ আফ্রিকা বিশ্বের সেরাদের বিরুদ্ধে গেল মাসে দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই আইসিসি তাদের মনোনীত করেছে।
আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ ভোটিং প্রক্রিয়া:
আইসিসি প্রতি মাসের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত পারফরম্যান্সের উপর ভিত্তি করে উভয় বিভাগের জন্য তিনজন মনোনীতকে সংক্ষিপ্ত তালিকাভুক্ত কওে নাম ঘোষণা করে। সংক্ষিপ্ত তালিকার পরে স্বাধীন আইসিসি ভোটিং একাডেমী এবং সারা বিশ্বের ভক্তরা ভোট দেয়। আইসিসি ভোটিং একাডেমিতে ক্রিকেট সম্প্রদায়ের বিশিষ্ট সদস্যদের অন্তর্ভুক্ত রয়েছে। যার মধ্যে রয়েছে সুপরিচিত সাংবাদিক, প্রাক্তন ক্রিকেটার।
আইসিসির স্বাধীন ভোটিং একাডেমী এবং বিশ্বজুড়ে ভক্তরা এখন ‘কে সেরা’ সিদ্ধান্ত নিতে ভোট দিবে। যা আগামী সপ্তাহে আইসিসি ঘোষণা করবে।। ভক্তরা icc-cricket.com/awards এর মাধ্যমে নিবন্ধন করতে পারেন এবং ১০ এপ্রিল রবিবার পর্যন্ত তাদের ভোট দেওয়ার জন্য আইসিসি আমন্ত্রত জানিয়েছে।