২০২১ সালের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের বাণিজ্য বিভাগ থেকে প্রথম স্থান অর্জনসহ ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে লালমনিরহাটের ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আতিকুল ইসলাম।
সে লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের মোঃ জাহাঙ্গীর আলম ও তাহমিনা বেগমের কনিষ্ঠ পুত্র। চার ভাই বোনের মাঝে আতিকুল সবার ছোট।
দিনাজপুর শিক্ষা বোর্ডে ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় সে ৯ম স্থান অর্জন করে। তারই ধারাবাহিকতায় এবার ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় সে বাণিজ্য বিভাগে প্রথম স্থান অর্জন করলো। তার এ সাফল্যে আনন্দিত তার পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ পরিবার।
শুধু আতিকুলই নয় ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের আরেকজন কৃতি শিক্ষার্থী সাধারণ বৃত্তি অর্জন করে, তার নাম জেমস বিলসন রায়। জেমস বিলসন রায়ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থী। ইতিমধ্যেই সে ঢাকার একটি ফার্মে সিএ কোর্সে ভর্তি হয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রথম স্থান অর্জন করার সফলতার অনুভূতি জানতে চাইলে আতিকুল ইসলাম বলে, সাফল্যের অনুভূতি বরাবরই ভালো লাগার মতো হয়। তবে আমার এ ফলাফলে আমি একটু বেশিই খুশি, কারণ আমার প্রতি সকলের যে ভরসা এবং চাওয়া ছিল, তা পূরণ করতে পেরেছি। সবার ভালো লাগার জায়গাটা রাখতে পেরেছি।
আতিকুল ইসলাম বলেন, আমার এ ফলাফল বা সাফল্যের পিছনে অনেকের অবদান রয়েছে। আমার পরিবার ও আমার প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের অবদান ভুলার মত নয়। তাদের সহায়তার প্রভাব ছিল অনেকখানি। তাদের সবার আমার উপর ভরসা ও সময়োপযোগী অবদানগুলো ছিল আমার মনোবল ও ইচ্ছাশক্তিকে দৃঢ় করার বড় বড় উপাদান। পড়াশুনার যেকোনো ব্যাপারে আমার প্রতিষ্ঠান ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ লালমনিরহাট, আমাকে যেভাবে সাহায্য করেছে বা আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে এসেছে তা হয়তো কখনো ভুলার মতো নয়। আমি ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ১২ বছর থেকে লেখা পড়া করে আসছি। সকল স্যার ম্যাম খুবই আন্তরিকভাবে আমাদের দেখাশোনা করতেন। যে কোনো সমস্যায় পাশে দাড়াতেন। আমি ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের কথা খোনো দিনই ভুলতে পারবো না।
সে আরও বলে, যেকোনো কিছুতেই – “আমরা আছি, তুমি এগিয়ে যাও” এই কথাটি আমাদের মনোবলকে যে কতখানি স্পর্শ করে তা আমরা জানি, যা আমি পেয়েছি আমার পরিবার ও ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের নিকট হতে। আমার বন্ধুবান্ধবদের কাছেও যেকোনো কিছুতে সহযোগিতা চেয়ে হতাশ হইনি। আমি সকলের অবদানকে স্বীকার করছি। বাবা- মা আমাকে সর্বদা উৎসাহ দিয়েছে, অনুপ্রেরণা যুগিয়েছে। আমি এসএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে ৯ম স্থান করেছিলাম। তখন থেকেই বাবা – মা বলতো এবারে প্রথম স্থান অর্জন করবে। তারই লক্ষ্যে আজকে আমার এই পাওয়া। জীবনের লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে বলে, সামনে আমার পথ এখনো অনেক বাকি। আমার ইচ্ছা আমার পরিবার, সমাজ দেশকে -গৌরময় কিছু দেয়া। তাদের চাহিদা গুলো পূরণ করে দেয়া। আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য সকলের কাছে আমি দোরাপ্রার্থী। ইচ্ছে ঢাবিতে বিবিএ, এমবিএ করে ভালো কিছু করা অথবা ” সিএ” করা।
মোঃ আতিকুল ইসলাম ও জেমস বিলসন রায় এর ফলাফল সম্পর্কে ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এফ এম নুর- উন নবী বলেন, আতিকুল ইসলাম ও জেমস বিলসন রায় এর মত আরও মেধাবী শিক্ষার্থী তৈরি করতে ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বদ্ধপরিকর। আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
উপাধ্যক্ষ হেলাল উদ্দিন সরকার বলেন, আতিকুল ইসলাম ও জেমস বিলসন রায় আমাদের প্রতিষ্ঠানে দীর্ঘ ১২ বছর থেকে পড়াশোনা করে আসছে। আমরা সর্বদা তাদের দেকভাল করেছি। চেয়েছি সকল ক্ষেত্রে সর্বোচ্চ সহায়তা দেয়ার। তাদের সফলতায় ফকল পরিবার আনন্দিত।