মালির সাহেল রাজ্যের মৌরা এলাকায় সামারকি অভিযানে ২০৩ জন নিহত হয়েছেন। মালির সেনাবাহিনীর বরাত দিয়ে শনিবার (২ এপ্রিল) আজজাজিরা এ তথ্য জানিয়েছেন। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৩ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত এই অভিযান চালানো হয়। এতে ২০৩ জন উগ্রবাদী নিহত, ৫১ জনকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়েছে। একই সঙ্গে মৌরা এলাকাকে ‘সন্ত্রাসী জগৎ’ হিসেবে উল্লেখ করেছে দেশটির সেনাবাহিনী।

যদিও সামরিক অভিযান এবং হতাহতের খবর যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আলজাজিরা। উল্লেখ্য, মালিতে প্রায় ২ কোটি ১০ লাখ মানুষের বসবাস। ২০১২ সাল থেকে দেশটির বিভিন্ন এলাকায় উগ্রবাদী তৎপরতা ছড়িয়ে পড়ে। তখন থেকেই বিভিন্ন সময় উগ্রবাদী হামলায় হাজারো সেনাসদস্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

যদিও দেশটির প্রশাসন বলছে, আল কায়েদা এবং ইসলামিক স্টেট (আইএস) ওই এলাকা নিয়ন্ত্রণ করছে। সূত্র : আলজাজিরা