ক্রীড়া ডেস্ক :

কাল বাদে পরশু  রোববার নারী বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডর মাটিতে। ৮ দলের এই আয়োজনে শেষ অবদি ফাইনালের টিকিট কেটেছে অসি আর ইংলিশ নারী ক্রিকেট দল।

আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২২ সালের ফাইনালে মুখোমুখি হওয়ার জন্য দুই পক্ষের প্রস্তুতি চলছে। আগের 11টি বিশ্বকাপের 10টি জিতে থাকা সত্ত্বেও, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া 34 বছরের মধ্যে প্রথমবারের মতো আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল 2022 টুর্নামেন্টের শোপিস ইভেন্টের হোস্ট খেলবে কারণ অস্ট্রেলিয়া রেকর্ড-বর্ধিত সপ্তম শিরোপা খুঁজছে, অন্যদিকে আগের বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড তাদের মুকুট রক্ষা করতে চায়।

দুই পক্ষ প্রায় এক মাস আগে হ্যামিল্টনে নারী বিশ্বকাপের মিশন শুরু করেছিল এবং একসঙ্গেই শেষ করবে। তবে একদল ট্রফি হাতে হাসবে অন্য দল তাকিয়ে থাকবে।

সূত্র : আইসিসি