ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের মধ্যেই দেশ দুটির প্রতিবেশি রাষ্ট্র পোল্যান্ড সফরে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ডের রাজধানী ওয়ারসায় দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদার সঙ্গে শীর্ষ বৈঠকে যোগ দেবেন তিনি।
বাইডেন ইউরোপ সফরের শুরুতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো এবং জি-৭ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করবেন। এরপর পোল্যান্ডে যাবেন তিনি। আগামী শুক্রবার পূর্ব ইউরোপের ন্যাটো সদস্যভুক্ত দেশটিতে পৌঁছানোর কথা রয়েছে তার।
হোয়াইট হাউসের পক্ষ থেকে রোববার জানানো হয়, পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদার সঙ্গে সাক্ষাৎ করতে আগামী শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পোল্যান্ড সফরে যাবেন। মূলত ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযান নিয়ে আলোচনা করতেই প্রেসিডেন্ট ডুদার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
মার্কিন প্রেসিডেন্টের সফরের বিষয়টি নিশ্চিত করেছেন পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদার মুখপাত্র। তিনি বলেন, আগামী বুধবার ব্রাসেলসের উদ্দেশে ওয়াশিংটন ছাড়বেন বাইডেন। সফর শেষে ওয়ারসায় পৌঁছাবেন তিনি। আন্দ্রেজ ডুদার সঙ্গে তার একটি দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে।
এক বিবৃতিতে ডুদার মুখপাত্র বলেন, আগামী শুক্রবার দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক অনুষ্ঠিত হবে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অযৌক্তিক যুদ্ধ এবং যে মানবিক সংকট দেখা দিয়েছে, তা নিয়ে দুই নেতা আলোচনা করবেন।