গাজীপুরে পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় কৃষি বিজ্ঞানীসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার রেলওয়ের জয়দেবপুর জংশন স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোঃ শহীদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের ওই কর্মকর্তা জানান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আরিফুর রহমান (৪৫) রবিবার রাতে মোটরসাইকেল যোগে গাজীপুর মহানগরীর ভাগলবাড়ি এলাকায় রেলক্রসিং পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তিনি সাতক্ষীরার বেনেরপাড়া এলাকাস্থ বারি’র আঞ্চলিক কেন্দ্রের ইনচার্জ ছিলেন। রবিবারই তিনি সাতক্ষীরা হতে গাজীপুরে আসেন এবং অফিসের কাজে প্রেসে যাচ্ছিলেন। তাঁর গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদী থানাধীন অরুণখোলা এলাকায়।

এদিকে সোমবার মেয়ের শ্বশুর বাড়ি যাওয়ার সময় শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কাশিজুলি এলাকায় রেললাইন পার হচ্ছিলেন আম্বিয়া খাতুন (৫০) নামের এক নারী। এ সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। তিনি স্থানীয় কাওরাইদ ইউনিয়নের হিলুপাড়া গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী। উভয় ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে।