বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জ›মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের শিশু সন্তান, বাউবি ল্যাবরেটরি স্কুল এবং স্থানীয় স্কুলের শিশুদের নিয়ে চিত্রাংকন, বই পড়া ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ হুবহু উপস্থাপন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাউবি’র শিক্ষক সমিতি এ কর্মসূচির আয়োজন করে। এ ছাড়াও দিবসটি উপলক্ষ্যে বাউবি মুক্তিযুদ্ধ গবেষণা কেদ্র ‘বই গাড়ী মেলা’র আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার শিশুদের অনুষ্ঠান এবং বই গাড়ী মেলার উদ্বোধন করেন। শনিবার এ তথ্য জানিয়েছেন বাউবি’র পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মেজবাহ উদ্দিন তুহিন।

উপাচার্য বলেন, শিশুদের এই অনুষ্ঠান এবং বই গাড়ীমেলা জাতির পিতার জীবন এবং আদর্শ সম্পর্কে শিশুদেরকে উদ্বুদ্ধ ও সচেতন করে তুলবে। বঙ্গবন্ধুর স¦প্ন ছিল সোনার বাংলার শিশুকিশোররা মানবিক ও আধুনিক শিক্ষার পাশাপাশি খেলাধূলায় বিকশিত হবে। শিশু কিশোরদের মানবিক বিকাশে তাদের সামনে বঙ্গবন্ধুর আতœত্যাগ-দেশপ্রেম-সংগ্রাম তুলে ধরতে হবে। এতে শিশুকিশোররা আত্মপ্রত্যয়ী হয়ে বেড়ে ওঠবে। বাউবি এই বই গাড়ীমেলার আয়োজন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি প্রতিবছর ফেব্রুয়ারি মাসে বাউবি ক্যাম্পাসে বই মেলার আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-উপাচার্য (শিক্ষা) ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম, বাউবি বঙ্গবন্ধুর আদর্শে বিশ^াসী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম ও শ্রাবণ প্রকাশণীর স্বত্তাধিকারী রবিন আহসান।‘বই গাড়ী মেলা’ অনুষ্ঠান সঞ্চালনা করেন বাউবি’র মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক সাখাওয়াত হোসেন এবং শিশুদের অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধুর আদর্শে বিশ^াসী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক মেহেরীন মুনজারীন রতœা।

শ্রাবণ প্রকাশনীর একটি বই গাড়ী বাউবি’র গাজীপুর ক্যাম্পাসে বৃহষ্পতিবার দিনভর অবস্থান করে এই মেলায় অংশ নেয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, অধ্যাপক, বিভাগীয় প্রধান, সকল স্তরের শিক্ষক,কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় স্কুলের শিশুরা উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।