নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা দলীয় প্রতীক নৌকা নিয়ে পরাজিত হয়েছে তাদেরকে উপজেলা আ”লীগ দলীয় পদ থেকে বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (১৯মার্চ) বিকেল ৪টায় উপজেলার চরজব্বার থানা মোড়ে অ্যাডভোকেট ওমর ফারুকের নিজ কার্যালয়ে বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক এর সভাপতিত্বে ওমর ফারুক বলেন, যারা ইউপি নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে পরাজিত হয়েছে তাদেরকে উপজেলা আওয়ামীলীগের দলীয় পদ থেকে অব্যহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তারা বঙ্গবন্ধু,শেখ হাসিনা,স্বাধীনতার,মুক্তিযুদ্ধের নৌকাকে অপমানিত করেছে। তাদের কারণে দলের ভাবমূর্ত্তি ক্ষুন্ন হয়েছে।
তিনি বলেন, চরজুবিলী ইউপিতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. হানিফ চৌধুরী ও চরজব্বার ইউপিতে আওয়ামীলীগের সহ-সভাপতি মো.তরিকুল ইসলাম জেলা আ”লীগের কিছু নেতাকে নৌকা পাওয়ার জন্য মোটা অংকের টাকা দিয়ে দলীয় প্রতীক কিনেছে। তাদেরকে জনগন ভোটের মাধ্যমে প্রত্যাখান করেছে।
অ্যাডভোকেট ওমর ফারুকের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চরওয়াপদা ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান ভুইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান দিপক, ২নং চর বাটা ইউপি চেয়ারম্যান সুবর্ণচর উপজেলা যুবলীগের আহব্বায়ক আমিনুল ইসলাম রাজিব, ৫নং চর জুবিলী ইউপির চেয়ারম্যান সুবর্ণচর উপজেলা যুবলীগের যুগ্ন- আহব্বায়ক সাইফুল্যাহ খসরু, চর জব্বার ইউনিয়ন আ”লীগের সভাপতি নুর ইসলাম মানিক,সাবেক সাধারণ সম্পাদক বশির আহমেদ প্রমূখ।
এর আগে, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ এইচ খায়রুল আনম চৌধুরী সেলিমের অনুসারী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম দুপুর ৩টায় সুবর্ণচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আহ্বান করে। পরে একই স্থানে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী অনুসারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো.ওমর ফারুক পাল্টাপাল্টি বর্ধিত সভা আহ্বান করে।
এবিষয়ে উপজেলা আ”লীগের সাধারণ সম্পাদক মোঃ হানিফ চৌধুরী জানান, জেলা আ”লীগের নির্দেশক্রমে আমাদের কোন বর্ধিত সভা হয়নি এই বিষয়ে পরে সিন্ধান্ত নেওয়া হবে।
মোহাম্মদ ছানা উল্যাহ
নোয়াখালী প্রতিনিধি