নোয়াখালীর সুবর্ণচরের ২ ইউনিয়নের নবনির্বাচিত ৬ জন সংরক্ষিত ও ১৮জন সাধারণ সদস্যরা (মেম্বার) শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত মেম্বারদের শপথ বাক্য পাঠ করান সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতি সর্ববিদ্যা।
এসময় আরো উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা পরিষদের , পুরুষ ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আহব্বায়ক সাংবাদিক মোহাম্মদ ছানা উল্যা। সাংবাদিক লিটন চন্দ্র দাস, সাংবাদিক মুজাহিদুল ইসলাম সোহেল, সাংবাদিক আবুল বাসার, সাংবাদিক আরিফ সবুজ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এর আগে, গত ১৬ মার্চ বিকালে নোয়াখালী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নবনির্বাচিত ২ ইউপি চেয়ারম্যান সুবর্ণচর উপজেলা আওয়ালী লীগ সভাপতি এ্যাডভোকেট ওমর ফারুক ও সুবর্ণচর উপজেলা যুবলীগের যুগ্ন- আহব্বায়ক মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সদস্য সচিব সাইফুল্যাহ খসরু শপথ গ্রহণ করেন।
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি সর্বশেষ ধাপে সুবর্ণচরের দুইটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ ছানা উল্যাহ
নোয়াখালী