ভোলায় দুই মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে ৪৩৪ পিচ ইয়াবা ও ২ কেজি ৪০০শ গ্রাম গাঁজা জব্দ করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। সেই সঙ্গে আটক করা হয়েছে ওই ২ মাদক ব্যবসায়ীকে

বুধবার (১৬ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ওই মাদক ব্যবসায়ীকে বসত বাড়ি থেকে এ অবৈদ মাদক জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন মো. নিজাম (৩০) ও মো. সিরাজ মাতব্বর (৩৫)।

ওসি শাহীন ফকির জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই দুই মাদক কারবারির বাড়িতে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা আছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে বোরহানউদ্দিন থানা পুলিশের এক টিম ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। ওই দুই মাদক ব্যবসায়ীর ঘর থেকে ওই মাদকদ্রব্য জব্দ করা হয়। সেই সঙ্গে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে ওই দুই মাদক কারবারি কুমিল্লা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাদক ক্রয় করে বাড়িতে রেখে তা খুচরা ব্যাবসায়ীদের নিকট বিক্রি করতেন বলে স্বীকার করেছেন।

আটকদের বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি