পবিত্র রমজান উপলক্ষে কোন ব্যবসায়ী যদি পণ্যে ভেজাল অথবা ইচ্ছেমত দাম রাখে এমন কোন প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী দিয়েছেন ভোলার জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী।

মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যয্যতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় দিবসটি পালন করা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হালদার এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপ পরিচালক রাজিব আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্বাসউদ্দিন (সদর) , ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এর সহকারী পরিচালক মাহমুদুল হাসান, দুদক এর ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মোবাশ্বিরুলা চৌধুরী, পৌর কাউন্সিলর শাহে আলম, ক্যাব এর ভোলা শাখার সাধারন সম্পাদক মোঃ সোলাইমানসহ ব্যবসায়ী প্রতিনিধিরা

আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি