মিরসরাইয়ের ক্রীড়া সংগঠন স্বপ্নছোঁয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে দক্ষিণ মেহেদীনগর অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ মেহেদীনগর জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। ইসমাইল হোসেন রিসাত ও আজাদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনা মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভার ৩ নং ওয়ার্ড যুবলীগ নেতা দাউদুল ইসলাম সোহাগ, হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য শহীদুল ইসলাম রানা, বারইয়ারহাট ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন সাঈদ, হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলাম, বারইয়ারহাট ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান তারেক, হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল পারভেজ।

টুর্নামেন্টে মিরসরাই উপজেলার ৮ টি দল অংশ নেয়। আদর্শ স্পোর্টিং ক্লাব বনাম খিল মুরালী জুনিয়র স্পোর্টিং ক্লাবের মধ্যকার ফাইনাল খেলায় আদর্শ স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় খিল মুরালী জুনিয়র স্পোর্টিং ক্লাবের সোহাগ এবং ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয় বিজয়ী দলের আসিফ।
টুর্নামেন্টে ধারাভাষ্যে ছিলেন তানভীর হাসান মুরাদ ও আনোয়ার হোসেন। টুর্নামেন্টে স্বপ্ন ছোঁয়া স্পোর্টিং ক্লাবের পক্ষে সার্বিক তত্বাবধানে ছিলেন রিসাত, আজাদ, আরিফ, তাজুল, বাবু, কামাল, জুয়েল, ইমাম, মামুন, রায়হান, আনোয়ার, আরাফাতসহ অন্যান্যরা। টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে ছিলো নিউজভিত্তিক মনিটাইজেশন প্রাপ্ত চ্যানেল Mirsarai24 tv.

আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি