ভোলা জেলা পুলিশের আয়োজনে বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বৃহস্পতিবার (১০ মার্চ) বিকালে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার শুরুতে অভিবাদন গ্রহণ করেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান। বার্ষিক ক্রীড়া প্যারেডের শুরুতে ডিআইজি মহোদয়কে ভোলা জেলায় আগমন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ডিআইজি এস এম আক্তারুজ্জান ক্রীড়া পতাকা উত্তোলন করেন, পায়রা অবমুক্ত করণ এবং বেলুন উড়িয়ে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। পরে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার কেক কাটেন তিনি। রেঞ্জ ডিআইজি সবাইকে খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে খেলার আহ্বান জানান। এ সময় অফিসার ও ফোর্সদের ক্রীড়া শপথ বাক্য পাঠ করানো হয়। কুচকাওয়াজ শেষে ডিআইজি মহোদয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ক্রীড়া প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফরহাদ সরদার। ক্রীড়া প্রতিযোগিতায় ১৮ টি ইভেন্টে প্রতিযোগিরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।

এ সময় ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মমিন টুলু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিব আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, বরিশাল রেঞ্জ কার্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, ভোলা জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, ভোলে পৌরসভার কাউন্সিলরবৃন্দ, ইউনিয়ন পরিষদের বিভিন্ন চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি