গাজীপুরস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা বুধবার অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি এবং ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. এম. ময়নুল হকের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান এবং আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (ইটিএল) প্রফেসর ড. মোঃ মোতাহার হোসেন এসময় উপস্থিত ছিলেন।
ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং দূর্নীতিমুক্ত প্রশাসন গড়ার লক্ষ্যে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে সকলকে নিজ নিজ দায়িত্ব পালনে অধিকতর মনোযোগী হওয়ার আহবান জানান।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেল (আইকিউএসি)’র তত্ত্বাবধানে তৃতীয় শ্রেণির কর্মচারীগণ এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।