আজ হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। প্রায় ১৫ লাখের মতো নতুন ভোটার যুক্ত হয়ে দেশে মোট ভোটার হবে ১১ কোটি ৩৩ লাখের কাছাকাছি। বুধবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস। সারা দেশে চতুর্থবারের মতো পালিত হচ্ছে দিবসটি। এবারের দিবসটির প্রতিপাদ্য ‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’।
এই ‘জাতীয় ভোটার দিবস’ উপলক্ষে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে আজ নির্বাচন কমিশনার। হালনাগাদ শেষে দেশে ভোটার সংখ্যা দাড়িয়েছে ১১ কোটি ৩২ লাখ ৫৮ হাজার ৩৫১ জন। এর মধ্যে নতুন করে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ১৫ লাখ ৭১ হাজার ১০০ জন ভোটার।
এই আগে, ২০২১ সালের ২ মার্চ দেশের ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন। আর, চলতি বছর ১ মার্চ পর্যন্ত ইসির পর্যবেক্ষণে অন্তর্ভুক্ত হয়েছে ১৫ লাখ ৭১ হাজার ১০০ জন, যেখানে বর্তমানে ১১ কোটি ৩২ লাখ ৯১ হাজার ৭৬৯ জন নাগরিকের তথ্য রয়েছে। তবে এদের মধ্যে আঙুলের ছাপ দিয়ে ভোটার নিবন্ধন সম্পন্ন করেনি প্রায় ৩৩ হাজার ৪১৮ জন। অর্থাৎ,বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৩২ লাখ ৫৮ হাজার ৩৫১ জন।
জানা যায়, ভোটার তালিকা হালনাগাদে মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের কথা থাকলেও গত দুই বছর সেটা করা হয়নি। ফলে ভোটার নিবন্ধনে নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের দপ্তরে গিয়ে অফলাইন ও অনলাইনে প্রাপ্ত আবেদন এবং ২০১৯ সালে বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহের সময়ে ১৬ বছর বয়সীদের যে তথ্য সংগ্রহ করা হয়েছিল তাদেরকে এই হালনাগাদে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর ২রা মার্চ হালানাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। তবে বর্তমানে নির্বাচন কমিশনের সেন্ট্রাল সার্ভারে ১১ লাখ ১৪ হাজার ৩৩টি আবেদন আটকে রয়েছে। ফলে ১১ লাখেরও বেশি নতুন ভোটার আবেদন অনিষ্পন্ন রেখেই হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন।