কর্মপরিকল্পনা ছাড়া কোন অর্থ বরাদ্ধ নয়। সরকারের রূপকল্প ২০৪১-এর অলোকে তৈরি কর্মপরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে বাজেটের অর্থ ব্যয়ের তাগিদ দিয়েছেন বাউবি’র ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল।

বাউবি’র ২০২১-২২ অর্থ বছরের সংশোধিত বাজেট চুড়ান্তকরণের এক প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এসব কথা উল্লেখ করেন।

বাউবি’র ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল প্রাক-বাজেট আলোচনায় বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের নির্দেশনা অনুযায়ী নিদির্ষ্ট সময়ে কর্ম পরিকল্পনা ও বাজেট ব্যয় সংক্রান্ত দিক নির্দেশনার ওপর গুরুত্ব দেন। নিজ নিজ দপ্তরের কাজের পরিকল্পনা, তদারকি ও অগ্রগতি এবং সে অনুযায়ী বাজেটের অর্থ ব্যয়ের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জাতীয় শুদ্ধাচার কৌশলের এটি গুরুত্বপূর্ণ অংশ। সরকারের রূপকল্প ও লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা, গবেষণা, কর্মপরিবেশ ও প্রযুক্তির উন্নয়নসহ প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে নতুন উদ্যমে কাজ করছে বাউবি। বাজেট ব্যবস্থাপনাকে কর্মপরিকল্পনামূখী করার মাধ্যমে জনগনের অর্থের সর্বোচ্চ উপযোগীতা (ঠধষঁব ড়ভ সড়হবু) নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

প্রাক-বাজেট আলোচনা সভায় সকল স্কুল, বিভাগ, আঞ্চলিক পরিচালক ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন। শনিবার এসব তথ্য জানিয়েছেন বাউবি’র পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মেজবাহ উদ্দিন তুহিন এ তথ্য জানিয়েছেন।