ভোলার বোরহানউদ্দিনে জুয়া খেলা অবস্থায় ২০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার হাকিমুদ্দিন মাছঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘ দিন যাবত বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন স্থানে জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। তারই ধাবাহিকতায় গোপনে উপজেলার হাকিমুদ্দিন মাছ ঘাট এলাকার ফরিদ পাটোয়ারীর মাছের গদিঘরে স্থানীয় চিহ্নিত কিছু জুয়াড়িরা জুয়ার আসর বসিয়েছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় জুয়া খেলা অবস্থায় সেখান থেকে পুলিশ ২০ জনকে আটক করে। তাদের কাছ থেকে তিন বাজু তাস ও জুয়া খেলার প্রায় ১০ হাজার টাকা উদ্ধার করে।
আটককৃত সকলে ওই এলাকার বাসিন্দা। তাদের মধ্যে স্কুল শিক্ষক, সরকারদলীয় রাজনীতিবীদ ও বিভিন্ন ব্যবসাীয় রয়েছে। পরে জুয়া আইনের ৩/৪ ধারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে ভোলার আদালতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন ফকির সাংবাদিকদের কে জানান , দীর্ঘদিন যাবত আমরা মাদক এবং জুয়াড়িদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাকিমুদ্দিন মাছ ঘাটে অভিযান চালিয়ে ২০ জুয়াড়িদেরকে আটক করে জুয়া আইনের ৩/৪ ধারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে ভোলার আদালতে প্রেরণ করা হয়। সামনের দিন গুলোতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আশিকুর রহমান শান্ত, ভোলা