গাজীপুরে উল্টে যাওয়া লেগুনার নীচে চাপা পড়ে এক পথচারী নিহত ও ৩জন আহত হয়েছে। বৃহষ্পতিবার মহানগরীর পূবাইল কলেজ রেলগেইটে এ ঘটনা ঘটে। আনুমানিক ৩৫ বছর বয়সের নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায় নি।

রেলওয়ের নরসিংদী ফাঁড়ির ইনচার্জ এসআই ইমায়েদুল জাহেদী জানান, বৃহষ্পতিবার সকালে গাজীপুরের কালীগঞ্জ থেকে যাত্রীবাহী একটি লেগুনা মহানগরীর টঙ্গী যাচ্ছিল। পথে পূবাইল আদর্শ কলেজের সামনে রেলগেইট এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় লেগুনাটি অজ্ঞাত এক পথচারীকে চাপা দিয়ে রেলগেইটের পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে ওই ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই পথচারী নিহত এবং লেগুনা আরোহী অপর ৩জন আহত হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার এবং লেগুনাটি আটক করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।