অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনলাইনে গ্রুপ ভিত্তিক কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান বাউবি’র গাজীপুরস্থ সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উš§ুক্ত বিশ^বিদ্যালয়ের (বাউবি) শিক্ষক সমিতি এ প্রতিযোগিতার আয়োজন করে।

বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোমবার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-উপচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম, বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ সরকার মোঃ নোমান ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার, বাউবি’র বঙ্গবন্ধুর আদর্শে বিশ^াসী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মো: আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় বাউবি’তে কর্মরত শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের সন্তান এবং বাউবি ল্যাবরেটরি স্কুলের ৩০জন শিক্ষার্থী ৩ টি গ্রুপে অংশ নেন। মঙ্গলবার বাউবি’র পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মেজবাহ উদ্দিন তুহিন এ তথ্য জানিয়েছেন।