গাজীপুরে এক শিশু তার বাবার চোখের সামনেই মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক এক যুবককে গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ। মঙ্গলবার জিএমপি’র গাছা থানার এসআই আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

নিহত শিশুর নাম- রাব্বি (১২)। সে শরিয়তপুরের সখিপুর থানাধীন মাঝিকান্দি এলাকার দেলোয়ার হোসেন মল্লিকের ছেলে। গ্রেফতারকৃতের নাম- মোয়াক্কিব হোসেন (২০)। সে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ভাড়ারিপাড়া এলাকার আবুল বাশারের ছেলে।

পুলিশের ওই কর্মকর্তা জানান, গাজীপুর মহানগরীর গাছা থানাধীন সন্ডা শরিফপুর এলাকার ভাড়া বাসায় স্বপরিবারে থাকেন দেলোয়ার। তিনি শরীফপুর-হারিকেন ফ্যাক্টরি সড়কের পাশে (রুদ্র ফ্যাশন এর বিপরীতে) মুদি দোকানের ব্যবসা করেন। সোমবার রাতে শিশু সন্তান রাব্বি তার বাবার দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। এসময় বেপরোয়াগতিতে নতুন বাজার হতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হারিকেন ফ্যাক্টরি মোড়গামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাব্বিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাবার চোখের সামনেই আহত হয় শিশু রাব্বি। গুরুতর আহত রাব্বিকে তার বাবাসহ স্থানীয়রা তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার এবং মোটরসাইকেলসহ চালক মোয়াক্কিব হোসেনকে আটক করে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালো পাঠানো হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।