গাজীপুরের কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার কালীগঞ্জ থানাধীন গোলাবাড়ি রেল ব্রীজ ও চুপাইর মধ্যপাড়া এলাকায় এ দূর্ঘটনা দু’টি ঘটে।

নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চান্দের বাগ এলাকার মৃত রুস্তম আলীর ছেলে আফলাতুন কাউসার খাঁন (৫০) এবং গোলাবাড়ি এলাকার কফিল উদ্দিন দর্জির ছেলে জামান দর্জি (৪২)। এদের মধ্যে আফলাতুন কাউসার খাঁন স্থানীয় ব্রাহ্মণগাঁও বালিকা দাখিল মাদ্রাসার সহ-সুপার ও আরবি বিভাগের সহকারী শিক্ষক ছিলেন।

কালীগঞ্জ থানার এসআই ইসলাম মিয়া জানান, সোমবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাদ্রাসায় যাচ্ছিলেন আফলাতুন কাউসার খাঁন। পথে দালান বাজার-বক্তারপুর সড়কের চুপাইর মধ্যপাড়া এলাকায় সড়কের উপর পড়ে থাকা ইটের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এসময় মোটরসাইকেলসহ সড়কের ওপর ছিটকে পড়লে পেছন থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

এদিকে নরসিংদী রেলওয়ে পুলিশ ক্যাম্পের এসআই ইমায়েদুল জাহেদী জানান, প্রতিদিনের মতো রবিবার রাতে হাটাহাটি করতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন জামান দর্জি। পরদিন সোমবার বাড়ির পাশর্^বর্তী ঢাকা-চট্রগ্রাম রেল সড়কের গোলাবাড়ি রেল ব্রিজের পশ্চিম পাশে ঘোড়াশালগামী রেলপথে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের খন্ডবিখন্ড লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে চট্রগ্রামগামী অজ্ঞাত ট্রেনের নীচে কাটা পড়ে হাত, পা ও মাথাসহ শরীরের বিভিন্ন অংশ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।