গাজীপুরের শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের উপর হামলা চালিয়েছে স্থানীয় কয়েক ব্যবসায়ীসহ দুর্বৃত্তরা। এতে শ্রীপুর ভূমি অফিসের চার কর্মচারি আহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে আটক একজনকে ৭দিনের কারাদন্ড দিয়েছে আদালত। বৃহষ্পতিবার সন্ধ্যায় শ্রীপুরের বরমী বাজারের পল্টন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

দন্ড পাওয়া নাঈম সরকার (২২) বরমীর পাঠানটেক এলাকার মৃত আব্দুল্লাহ আল বাকীর ছেলে। আহতরা হলো শ্রীপুর উপজেলা ভুমি অফিসের অফিস সহায়ক মঞ্জুরুল ইসলাম, নাজমুল ইসলাম, রোকনুজ্জামান ও চালক মামুন হোসেন।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল কুমার হালদার জানান, গাজীপুর জেলা পাট অধিদপ্তরের পরিদর্শক ফাইজুল্লাহকে নিয়ে বরমী বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। ওই বাজারের পল্টন মোড়ে গাড়ি থেকে নামার পরই জামান এন্ড ব্রাদার্সের মালিক ব্যবসায়ী জামান ভূইয়া, আব্দুস সালাম এবং চাল ব্যবসায়ী ওয়াহিদের নেতৃত্বে ব্যবসায়ী ও কর্মচারীদের নিয়ে ভ্রাম্যমান আদালতের উপর হামলা চালায়। এতে ভূমি অফিসের চারজন কর্মচারি আহত হয়। এসময় পুলিশ নাঈম সরকারকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত তাকে সাতদিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, আগামীকাল শুক্রবার (১৮ ফেব্রæয়ারী) নাঈমকে আদালতে পাঠানো হবে। অভিযুক্ত অন্যান্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।