ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের স্বতন্ত্র প্রাথী জাকির হোসেন মিয়ার গাড়ি ভাংচুরের ঘটনায় জেলা ডিবি পুলিশ ৪জনকে গ্রেফতার করে।

পুলিশ সুপার, ফরিদপুর মহোদয়ের দিক নির্দেশনায় ও অফিসার-ইনচার্জ, ডিবি ফরিদপুর এর নেতৃতে ইং- ০২/০১/২০২২ তারিখ ১১.১৫ তারিখ কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় সাকিনস্থ বরিশাল কাউন্টারের সামনে হতে ১। মির্জা কালিমুল ইসলাম ওরফে সুজন (৪২), পিতা-মৃত মির্জা আবুল কাইয়ুম, মাতা-আয়েশা আরা সিদ্দিকা, সাং-গোন্দারদিয়া, ২। শেখ সেলিমুজ্জামান ওরফে সেলিম (৪২), পিতা-মৃত আঃ রাজ্জাক শেখ, মাতা-মোছাঃ ছাহেরা বেগম, সাং-পশ্চিম গাড়াখোলা, ৩। সর্দার শাহারিয়ার রবিন (২০), পিতা-মোঃ ইয়াকুব আলী সর্দার, মাতা-রুমি বেগম, ৪। রবিউল মোল্যা (১৯), পিতা-মতিয়ার মোল্যা, মাতা-পারভিন সুলতানা, উভয় সাং-লক্ষি নারায়নপুর (রায়পুর ইউপি), সর্ব থানা-মধুখালী, জেলা-ফরিদপুরকে মাদকদ্রব্য সেবন করা সহ গ্রেফতার করা হয়। উক্ত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে|

মির্জা কালিমুল ইসলাম ওরফে সুজন যে মধুখালীতে টিভি চোর নামে সুপরিচিত সেলিমুজ্জামান ওরফে ভোলা সেলিম নামে পরিচিত যে সার্বক্ষণিক ইয়াবা এবং গাঁজা সেবন করে থাকে এবং ইয়াবা ব্যবসায়ী।এদের মদদদাতা মধুখালী উপজেলার বর্তমান চেয়ারম্যান।এরা আওয়ামী লীগ কর্মী পরিচেয় সমাজের অনেক বড় রকমের সন্ত্রাসী কার্যক্রম এবং মাদক ব্যবসার সাথে জড়িত।মধুখালী উপজেলা বাসী এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। একই সঙ্গে এদের মত সন্ত্রাসী মাদকাসক্ত মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয়দাতা যেই হোক না কেন তাকে ও বিচারের আওতায় আনার জন্য অনুরোধ করে