কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মো. ইলিয়াছ (৩৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে এপিবিএন সদস্যরা। আজ রোববার দুপুর ১২টায় উখিয়া উপজেলার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হলো। ইলিয়াছ উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত শুক্রবার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয় মো. সলিম (৩৩) ও শওকত উল্লাহ (২৩) নামের দুই রোহিঙ্গাকে। শনিবার গ্রেপ্তার করা হয় আব্দুস সালাম (৩২) ও জিয়াউর রহমান (৩২) নামের আরও দুই রোহিঙ্গাকে। এদের মধ্যে সলিম ও শওকত উল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গত বুধবার রাতে উখিয়া উপজেলার লম্বাশিয়া ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৮ ব্লকে নিজ সংগঠনের অফিসে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি পিস ফর হিউম্যান রাইটস’ (এআরএসপিএইচআর) এর চেয়ারম্যান মোহাম্মদ মুহিবুল্লাহ। পরদিন তার ছোট ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করেন।
পুলিশ সুপার নাইমুল হক বলেন, ‘উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক একটি বাড়ি ঘেরাও করলে এক ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এপিবিএন সদস্যরা।’ এ নিয়ে রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এপিবিএন’র অধিনায়ক।