দুই থেকে তিনবার ট্রায়ালের পর ফাইজার বলছে, ৫-১১ বছর বয়সী শিশুদের জন্য করোনার টিকার নিরাপদ এবং এন্টিবডি তৈরিতে কার্যকরী। শিশুদের জন্য টিকা প্রয়োগের এই প্রথম কোনো ফলাফল প্রকাশ্যে এনেছে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো ডেটা প্রকাশ করা হয়নি। ফাইজার বলছে, দ্রুত সময়ের মধ্যে শিশুদের টিকা প্রয়োগে একটি পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে। শিগগিরই তারা কাজ শুরু করবে। ফাইজারের পরিকল্পনা জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এফডিএ। এবং সংস্থাটি কয়েক সপ্তাহের মধ্যেই শিশুদের টিকা প্রয়োগে ফাইজারের টিকা অনুমোদন দেওয়ার চিন্তা-ভাবনা করছে।
শিশুদের উপর টিকা ট্রায়ালের জন্য ৫ থেকে ১১ বছর বয়সী ২ হাজার ২৬৮ জন শিশুকে নির্বাচিত করা হয়। ২১ দিনের মাথায় এসব শিশুদের দুই ডোজ টিকা প্রয়োগ করা হয়। প্রতি ডোজে ১০ মাইক্রোগ্রাম থেকে ৩০ মাইক্রোগ্রাম ছিল। ১২ বছর বয়সী শিশুদের ৩০ মাইক্রোগ্রাম ডোজের টিকা প্রয়োগ করা হয়। ফাইজার এক নিউজ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের নিরাপত্তা, সহনশীলতা এবং টিস্যু বিবেচনায় ১০ মাইক্রোগ্রামের টিকাটি সাবধানতার সঙ্গে নির্বাচন করেছে।
করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বজুড়ে ১২ বছর ঊর্ধ্ব সব বয়সী মানুষকে ফাইজার ও মডার্নার টিকা দেওয়ার কার্যক্রম চলছে। করোনাভাইরাসে শিশুদের আক্রান্ত হওয়ার ক্ষেত্রে কম ঝুঁকি থাকলেও ডেল্টা ধরন পরিস্থিতির অবনতি ঘটাতে পারে, এমন আশঙ্কা রয়েছে। বিশেষ করে মহামারির মধ্যে স্কুল খোলা শুরু হয়েছে, ফলে শিশুদের আক্রান্তের ঝুঁকিও বেড়ে গেছে।
জুলাই থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় শিশুদের আক্রান্তের হার ২৪০ শতাংশ বেড়ে গেছে উল্লেখ করে ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বোরলা বলেন, আমরা এ তরুণ জনগোষ্ঠীকে ভ্যাকসিনের মাধ্যমে সুরক্ষা দেওয়ার কাজ প্রসারিত করতে আগ্রহী।