গাজীপুরে বুধবার বিকেলে পরিচ্ছন্ন কাজ করার সময় কেয়া স্পিনিং মিলের এক কর্মী বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন। তার নাম- আওয়াল হোসেন। তিনি ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার কান্দিঘর গ্রামের মোঃ আইনুদ্দিন মিয়ার ছেলে এবং ওই কারখানার মালি পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও এলাকাবাসি জানায়, বুধবার বিকেলে গাজীপুর মহানগরের কোনাবাড়ির জরুন এলাকাস্থিত কেয়া গ্রুপের কেয়া স্পিনিং মিলে পরিচ্ছন্নতার কাজ করছিলেন আওয়াল হোসেন। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সহকর্মীরা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে আওয়ালকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।