ক্রান্তীয় ঝড় আইডার কারণে সৃষ্ট বন্যায় যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে কমপক্ষে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই অঞ্চলে বহু ভবন বন্যার পানিতে তলিয়ে গেছে। নিজ বাড়ির বেজমেন্টে অনেকেই আটকা পড়েছেন। এ পরিস্থিতিতে নিউইয়র্ক ও নিউজার্সির গভর্নর নিজ নিজ রাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন। খবর বিবিসি।

নিউইয়র্ক শহরের মেয়র বিল ডি ব্লাসিও একে ‘আবহাওয়াজনিত ঐতিহাসিক ঘটনা’ অ্যাখ্যা দিয়েছেন। আইডার কারণে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে কেবল এক ঘণ্টাতেই অন্তত ৮ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। নিউজার্সির পাসাইকের মেয়র হেক্টর লরা সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, বন্যা ভাসিয়ে নিয়ে যাওয়া একটি গাড়ির ভেতর থেকে বয়স ৭০ এর ঘরে থাকা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে আরও একজনের মৃত্যুর খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনবিসি।

এদিকে নিউইয়র্ক শহরে ২ বছরের এক শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে, এদের অনেকেই বাড়ির বেজমেন্টে আটকা পড়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বাড়িঘর ও সাবওয়ে স্টেশনে পানি ঢুকতে এবং একাধিক সড়কে বন্যার পানি দেখা গেছে। নিউইয়র্কের বাসিন্দা জর্জ বেইলি জানান, বন্যা এত ভয়াবহ রূপ নেবে, তা ধারণা করেননি তিনি। পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, রাতের খাওয়ার সময় গুড়গুড় শব্দ শুনি, পানি তখন আমাদের স্নানঘরের শাওয়ার ড্রেন থেকে আসছিল। এর পর আমি ইউটিলিটি ঘরের মূল পানির লাইন চেক করতে যাই, যখন ফিরে আসি ততক্ষণে থাকার রুমে এক ফুটের মতো পানি হয়ে গেছে। এত দ্রুত এমনটা হয়েছে, যা অবিশ্বাস্য। বন্যার কারণে নিউইয়র্ক শহরের প্রায় সব সাবওয়ে লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি নয়, সড়কে এমন যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে; স্থগিত হয়েছে অসংখ্য বিমান ও ট্রেনের যাত্রাও।