ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী নৌকার সঙ্গে বালুবোঝাই একটি ট্রলারের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে নয়জন নারী ও তিনজন শিশুকে শনাক্ত করা গেছে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন এ তথ্য জানিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, নৌকাডুবির ঘটনায় অনেকে নিখোঁজ রয়েছেন। এর মধ্যে নারী ও শিশু রয়েছে। উদ্ধার অভিযান চলছে। এর আগে আজ শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার লইছকা বিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
নৌকার এক যাত্রী বলেন, ‘বিজয়নগরের চম্পকনগর থেকে বিকেল সাড়ে ৪টায় অন্তত ৭০ জন যাত্রী নিয়ে ছেড়ে আসে নৌকাটি। নৌকায় আমি, আমার ছেলে, ভাসুরের ছেলে ও শাশুড়ি ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছিলাম। পথে বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ডুবে যায় নৌকাটি। আমি সাঁতরে পারে উঠতে পারলেও আমার ছেলে, ভাসুরের ছেলে ও শাশুড়ি ডুবে যায়।’