মাদারীপুরে উল্টো পথে আসা মোটরসাইকেলের ধাক্কায় বৃহস্পতিবার রাতে মাদারীপুর সদর উপজেলা নতুন বাসস্ট্যান্ড এলাকায় মেহেরজান (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ফরিদপুর জেলার ভাংগা থানার দিগনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে মেহেরজান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের নতুন বাসস্ট্যান্ড শেখ হাসিনা মহাসড়কের (ফোর লেন) আইল্যান্ডের মাঝ দিয়ে দুই ভাই মেহেরজান এবং আবুবকর রাস্তা পার হচ্ছিল। এ সময় উল্টো পথে আসা একটি মোটরসাইকেল দ্রুতগতিতে ধাক্কা দেয়। এতে মেহেরজান গুরুতর আহত হয়। প্রাথমিক অবস্থায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পেরন করলে নেওয়ার পথে শিশু মেহেরজান মারা যায়।
নিহতের বাবা নুরুল ইসলাম মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। নিহতের পরিবার শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় ভাড়া থাকেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
সাবরীন জেরীন,মাদারীপুর।