কাপ্তাই হ্রদে মাছ ধরা নিষেধাজ্ঞার মেয়াদ তৃতীয় দফায় বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র, রাঙামাটির ব্যবস্হাপক লে. কমান্ডার তৌহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষা মৌসুমের সময়কাল পরিবর্তন হওয়ায় কাপ্তাই হ্রদে মাছের প্রজনন মৌসুমে পানির পরিমাণ কম। হ্রদে পানি কম থাকায় মাছ ধরা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে হ্রদের বেশিরভাগ পোনা মাছ জেলেদের জালে ধরা পড়লে কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন কমে যাওয়ার আশংকায় প্রথম দফায় ৩১ জুলাই থেকে ১০ আগষ্ট, দ্বিতীয় দফায় ২০ আগস্ট এবং সর্বশেষ ৩১ আগষ্ট পর্যন্ত নিষেধাজ্ঞা বাড়ানো হল।

বৃহস্পতিবার রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাঙামাটির জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, বাংলাদেশে মৎস্য উন্নয়ন কর্পোরেশন, মৎস্য অধিদপ্তর, মৎস্য গবেষণা ইনস্টিটিউট, নৌপুলিশ, মৎস্য ব্যবসায়ীর প্রতিনিধিরা উপস্হিত ছিলেন। কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র, মহালছড়ি উপকেন্দ্র প্রধান নাসরুল্লাহ আহমেদ জানান, কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাছ ধরা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।